জয় দিয়েই নতুন মৌসুম শুরু বার্সার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ আগস্ট ২০২৪, ১০:৫০
নতুন মৌসুমের শুরুটা জয় দিয়েই রাঙিয়েছে বার্সালোনা। অভিষেকটা রঙিন হলো হ্যান্সি ফ্লিকের। কাতালানদের কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেয়েছেন তিনি। বলা ফ্লিককে জয়টা উপহার দিয়েছেন পুরনো শিষ্য লেভানডফস্কি। জোড়া গোল করেছেন এই পোলিশ।
শনিবার মেস্তাইয়ায় স্বাগতিক ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়লেও রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে লা লিগার নতুন মৌসুমে শুভ সূচনা করল বার্সা।
ভ্যালেন্সিয়ার মাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি ও রোনালদ আরাউহোদের ছাড়াই মাঠে নামে বার্সা। ম্যাচের শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। দু’দল সুযোগও পেয়েছিল কিছু। তবে কাছাকাছি গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল তারা।
তবে ৪৪ মিনিটে আর শেষ রক্ষা হয়নি কাতালানদের। লোপেসের বাড়ানো ক্রস হেডে জালে জড়ান হুগো দুরো। শুরুতে লাইনসম্যান অফসাইডের পতাকা তুললেও পড়ে ভিএআর দেখে গোলের বাঁশি বাজান। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।
তবে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের যোগ করা সময়ের দারুণ এক গোলে বার্সাকে সমতায় ফেরান লেভানডফস্কি। আলেহান্দ্রে বালদের ক্রস থেকে বল পান ইয়ামাল। সেই বল তিনি বাড়ান লেভার উদ্দেশ্যে। যা নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে জালে জড়ান তিনি।
বিরতির পর অবশ্য এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। দ্বিতীয় মিনিটেই রাফিনিয়াকে ডিবক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পটকিকে বল জালে পাঠান লেভানডফস্কি।
৫৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সা। ইয়ামালের থ্রুবল ধরে বক্সে ঢুকে পড়েছিলেন তরেস। কিন্তু তার নেয়া শট ঠেকিয়ে দেন মামারদাশভিলি। ৭০ মিনিটে লেভার একটি শট প্রতিহত হয় রক্ষণদেয়ালে। ৮৫ মিনিটে পেদ্রিস শট লক্ষ্যভ্রষ্ট হয়।
কিন্তু শেষ পর্যন্ত তারা আর গোলের দেখা পায়নি। গোলের দেখা পায়নি ভ্যালেন্সিয়াও। কোনো দলই আর গোল না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা