লিভারপুলকে জিতিয়ে রুনির রেকর্ড ভাঙলেন সালাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ আগস্ট ২০২৪, ০৮:৩৪
প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হলো লিভারপুল ও আর্সেনালের। দুই ক্লাবই তাদের প্রথম ম্যাচ জিতল। শনিবার ইপসুইচ টাউনকে ২-০ গোলে হারাল লিভারপুল। দলের হয়ে গোল করলেন দিয়োগো জটা ও মোহম্মদ সালাহ্। আর্সেনাল তাদের প্রথম ম্যাচে উলভসকে হারাল ২-০ গোলে। তাদের হয়ে কাই হাভার্ৎজ ও বুকায়ো সাকা গোল করলেন।
য়ুরগেন ক্লপ সরে যাওয়ার পরে নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। প্রথমার্ধে গোল করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে খেলার ভাগ্য পরিষ্কার করে দেয় লিভারপুল। ৬০ মিনিটের মাথায় আলেকজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পান সালাহ্। তিনি পাস দেন জটাকে। গোল করতে ভুল করেননি পর্তুগালের ফুটবলার। ৬৫ মিনিটের মাথায় গোল করেন সালাহ্।
প্রিমিয়ার লিগের ইতিহাসে মরসুমের প্রথম ম্যাচে ৯টি গোল করলেন সালাহ্। এর আগে এই রেকর্ড ছিল ওয়েন রুনি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও অ্যালান শিয়ারারের দখলে। প্রত্যেকে মরসুমের প্রথম ম্যাচে ৮টি করে গোল করেছেন। তাদের ছাপিয়ে গেলেন মিসরের এই ফুটবলার।
উলভসের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ২৫ মিনিটের মাথায় সাকার ক্রসে মাথা লাগিয়ে গোল করেন হাভার্ৎজ। দ্বিতীয়ার্ধে গোল করেন সাকা। ডান প্রান্তে বল পেয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। পিছিয়ে পড়ার পরে ফিরতে পারেনি উলভস। জিতে মাঠ ছাড়ে আর্সেনাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা