২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হঠাৎ ঝড়ে বিধ্বস্ত আল নাসের, শিরোপা হাতছাড়া রোনালদোর

হঠাৎ ঝড়ে বিধ্বস্ত আল নাসের, শিরোপা হাতছাড়া রোনালদোর - ছবি : সংগৃহীত

আল হিলাল যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে রোনালদোদের। তার দল আর শিরোপার মাঝে যেই বাধা, সেটাই হলো আল হিলাল। বারবার এ দলটার কাছে শিরোপা হাতছাড়া করছে আল নাসের। এবারো পারল না। এগিয়ে থেকেই জুটল না সৌদি সুপার কাপের শিরোপা।

সৌদি সুপার কাপের ফাইনালে শনিবার রাতে আল নাসেরের মুখোমুখি হয় আল হিলাল। যেখানে এগিয়ে গিয়েও শিরোপা হাতছাড়া করেছে রোনালদোর দল। ১৭ মিনিটের ঝড়ে যেন বদলে গেছে পুরো গল্পটাই। ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে আল নাসের।

ফলে শিরোপা ধরে রাখল আল হিলাল। গত আসরে আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল দলটা। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চমবারের মতো জিতল এই শিরোপা।

এদিকে গত মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা হাতছাড়া হয় রোনালদোর আল নাসরের। এরপর সৌদি কিংস কাপেও একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপাবঞ্চিত হতে হয় তারা৷ এবার সৌদি সুপার লিগেও লিখল একই গল্প।

অথচ শিরোপার লড়াইয়ে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসেরই। এগিয়ে দিয়েছিলেন রোনালদো নিজেই। প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ৪৪ তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। আবদুর রহমান ঘারিবের থেকে বল পেয়ে জালে জড়ান তিনি।

এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসের। মনে হচ্ছিলো হয়তো শিরোপাটাও দখলে নেবে তারাই। কিন্তু কে জানত, বিরতির পর তাদের জন্য কী অপেক্ষা করছে! ম্যাচের মোড় যে পুরোদমে পাল্টে দেন আল হিলালের দুই সার্বিয়ান ফুটবলার মিলিনকোভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ মিলে।

৫৫ থেকে ৭২, মাত্র ১৭ মিনিটের মধ্যে চার-চারটি গোল করে আল হিলাল। যার শুরুটা সাভিচকে দিয়ে। ৫৫ মিনিটে মিত্রোভিচের পাস থেকে সমতা ফেরান সাভিচ।আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ।

এরপর ৬ মিনিটের ব্যবধানে আরেকটা গোল করে ম্যাচটাকে রোনালদোদের নাগালের বাইরে নিয়ে যান মিত্রোভিচ। ৬৯তম মিনিটে তার আরেক গোলে ব্যবধান হয় ৩-১।

আর ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। গোলের হালি পূরণ করে আল হিলাল।

বাকি সময়ে আর জালের দেখা পায়নি কোনো দলই। ফলে আরো একবার হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় রোনালদো ও তার দলকে।


আরো সংবাদ



premium cement