২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বপ্নের মতো অভিষেক এমবাপ্পের, পেলেন গোল আর শিরোপার স্বাদ

- ছবি - ইন্টারনেট

স্বপ্নের মতো অভিষেক হলো কিলিয়ান এমবাপ্পের। প্রথমবারের মতো গায়ে চাপলেন রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সি, পেয়ে গেলেন নতুন দলের হয়ে প্রথম গোলটাও। আর শেষটায় পেয়ে গেছেন প্রথম শিরোপার দেখাও। সব মিলিয়ে রাজকীয় শুরু ফরাসী এই তারকার।

পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপের ফাইনালে গতকাল রাতে (বুধবার) রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় আতালান্তা। যেখানে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো সুপার কাপ জয়ের কীর্তি গড়লো লস ব্লাঙ্কোজরা।

এই শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করেছেন তিনি। অন্য গোলটা আসে ফেদে ভালভার্দের থেকে। এদিকে এই শিরোপা জিতে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের সাক্ষী হলেন লুকা মদ্রিচ। নাচোকে পেছনে ফেলে করেছেন ২৭তম শিরোপা উদযাপন।

প্রথমার্ধ অবশ্য ছিল ম্যারম্যারে। উত্তেজনা ছড়াতে পারেনি তেমন করে। গোলের সুযোগ পেলেও রিয়াল তেমন ভালো খেলতে পারেনি। যেই কয়েকটা সুযোগ মিলেছে, তাতেও ভাগ্যও সহায় হয়নি। বিরতির আগে ১০ গজ দূর থেকে রদ্রিগোর শট ক্রসবারে লেগে ফিরে।

তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ফেদে ভালভার্দে ভাঙেন ডেডলক, উরুগুইয়ান তারকাই ৫৯ মিনিটে পান জালের দেখা। ভিনিসিউস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ম্যাচের প্রথম গোল করেন তিনি।

দ্বিতীয় গোলের দেখ পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা কর‍তে হয়নি। ৬৮তম মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন অভিষিক্ত এমবাপে। জুড বেলিংহামের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন ফরাসি তারকা।

এরপর আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। জিতে নেয় সর্বোচ্চ ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপ। পাঁচবার করে সুপার কাপ জিতেছে বার্সেলোনা ও এসি মিলান।


আরো সংবাদ



premium cement