২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হার মানছেন না সালাহউদ্দিন, আবারো হতে চান বাফুফে বস

কাজী সালাহউদ্দীন - ছবি : সংগৃহীত

এবারো হার মানছেন না কাজী সালাহউদ্দীন। আবারো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) থেকে যাওয়ার ফন্দি আঁটছেন তিনি। অংশ নিতে পারেন আগামী বাফুফে নির্বাচনেও।

সমালোচকদের পদত্যাগের দাবি উড়িয়ে এমন ঘোষণাই দিয়েছেন বাংলাদেশ ফুটবলের ‘স্বৈরশাসক’ বনে যাওয়া এই সংগঠক।

দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ আঁকড়ে ধরে আছেন কাজী সালাহউদ্দিন। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের ফুটবলকে প্রত্যাশিত মানের ধারে কাছে নিয়ে যেতে তো পারেননি, বরং তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে। যা ক্ষোভ তৈরি করেছে সমর্থকদের মনে।

বহুবার নানা জন বা নানান সংগঠন থেকে তার পদত্যাগের দাবি উঠেছে। তবে অজানা কারণে তিনি ঠিকই রয়ে গেছেন চেয়ারে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফের তার পদত্যাগের দাবি উঠে। দেশের পালা বদলের সাথে ফুটবলেও বদল চান সমর্থকেরা।

দেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’-এর ব্যানারে সমর্থকেরা সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। সংগঠনটি দুই দফায় বাফুফের সামনে বিক্ষোভও করে। এমনকি অন্তত যেন আগামী অক্টোবরের বাফুফে নির্বাচনে যেন অংশ না নেন, সেই দাবি জানানো হয় সংগঠন থেকে।

তবে পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন বাফুফের এই ‘অপরাজেয়’ সভাপতি। উল্টা ঘোষণা দিয়েছেন পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার। নির্বাচন করাকে গণতান্ত্রিক অধিকার আখ্যা দিয়ে তিনি বলেন, তার অধিকার থেকে কিভাবে তাকে বঞ্চিত করা হবে?

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে?’

তিনি বলেন, ‘আমি তো অন্যায় করিনি, কেন সরে যাব। সরে যাওয়ার পথ তো নির্বাচন। নির্বাচনে হারলে আমি চলে যাব। সে পর্যন্ত অপেক্ষা না করে কেন এসব হুমকি দেয়া হচ্ছে? এতে আমি ভীতু নই। প্রয়োজনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রটেকশন চাইব। নাগরিক হিসেবে সে অধিকার আমার আছে।’

তবে সরকার চাইলে বিষয়টা ভিন্নভাবে দেখবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেয়া যায় না। ওরা বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই মারবে। এটা তো ওরা বলতে পারে না।’

এই সময় উল্টা ‘ফুটবল আলট্রাস’ ফুটবলের জন্য কী করেছে- এমন প্রশ্ন তোলেন সালাহউদ্দিন। বলেন, ‘ওরা কারা? ফুটবলে ওদের কী অবদান আছে? ফুটবলের জন্য ওরা কী করেছে। ওরা বলতে পারে নির্বাচন দেন। আমি নির্বাচন দিয়ে দিয়েছি। সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে তারা আমাকে হুমকি দিচ্ছে। এটা কী ধরনের কথা! কোন দেশে এসে পড়লাম আমরা!’

এর প্রভাব দেশের ফুটবলে পড়বে হুমকি দিয়ে বাফুফে বস বলেন, বাফুফের নেতৃত্ব নিয়ে অগণতান্ত্রিক কিছু করলে ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞায় পড়তে হবে। ইতোমধ্যে নাকি এএফসি থেকে এই বিষয়ে জানতেও চাওয়া হয়েছে।

সালাহউদ্দিন বলেন, ‘এএফসি থেকে আমাকে বলেছে, আমার কোনো সহায়তা লাগবে কিনা। আমি বলেছি, কোনো কিছু দরকার নেই। সব ঠিক আছে। আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না।’


আরো সংবাদ



premium cement
সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত আহসান মঞ্জিল : বুড়িগঙ্গা-তীরের ঐতিহাসিক স্থাপনা

সকল