ইতিহাস গড়া হলো না ব্রাজিলের, আবারো স্বপ্নভঙ্গ মার্তার
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ আগস্ট ২০২৪, ০৭:৩৫
ইতিহাস গড়ার হাতছানি ছিল ব্রাজিলের সামনে, সুযোগ ছিল অলিম্পিকে প্রথমবার সোনা জয়ের। সেই সাথে উপলক্ষ ছিলো প্রতিশোধেরও৷ তবে তার কিছুই হলো না, আরো একবার হতাশা, স্বর্ণ রয়ে গেল অধরা। বিপরীতে অর্জনের ভাণ্ডার সমৃদ্ধ করল যুক্তরাষ্ট্রের মেয়েরা।
শনিবার অলিম্পিকে নারী ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ফলে আরো একবার রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সেলেসাওদের। সেই সাথে ‘শিরোপা’ অপ্রাপ্তি নিয়েই ক্যারিয়ার শেষ করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা।
১৬ বছর পর অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছিল ব্রাজিল। প্রতিপক্ষ মেয়েদের ফুটবলে সর্বোচ্চ সোনাজয়ী যুক্তরাষ্ট্র। এই ফাইনাল ব্রাজিলের মেয়েদের জন্য শুধু ইতিহাস গড়ারই ছিল না, ছিল প্রতিশোধেরও। ২০০৪ ও ২০০৮ ফাইনালেও এই যুক্তরাষ্ট্রের কাছেই হেরেছিল তারা।
কিন্তু এবারও রয়ে গেল স্বর্ণ অধরা। পেল তৃতীয় রূপার দেখা। বিপরীতে নারী ফুটবলে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড আরো সমৃদ্ধ করল যুক্তরাষ্ট্রের মেয়েরা। এই নিয়ে পাঁচবার সোনা জিতল তারা।
যুক্তরাষ্ট্রের খেলা ছিল তুলনামূলক গোছানো, আক্রমণেও ছিল একটু বেশি ধার। গোটা আসরেই তাদের পথচলা ছিল দূর্দান্ত। গ্রুপ পর্বের জাম্বিয়া, জার্মানি ও অস্ট্রেলিয়াকে হারানোর পর নক আউটে জাপান ও জার্মানিকে হারিয়ে তারা ফাইনালে ওঠে তারা।
বিপরীতে গ্রুপ পর্বে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও আর শেষ চারে স্পেনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। তবে ফাইনাল ভাগ্য আর সায় দেয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের হয়ে শততম ম্যাচটি স্মরণীয় করে রাখেন ম্যালোরি সোয়ানসন। তার গোলেই হয় সোনার নিষ্পত্ত। দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে গোল করে তিনি পার্থক্য গড়ে দেন ম্যাচে। করবিন আলবার্টের দারুণ পাস থেকে বল জালে জড়ান ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।
এদিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় না বললেও এটি ছিল ব্রাজিলিয়ান মার্তার শেষ কোনো প্রতিযোগিতা মূলক আসর৷ তবে নারী ফুটবলের সবচেয়ে বড় তারকার ক্যারিয়ার শেষ হলো কোনো শিরোপা বা পদক ছাড়াই। দলীয় অর্জনে প্রাপ্তি কেবল একবার বিশ্বকাপ ফাইনালে খেলা আর অলিম্পিকসের তিনটি রুপা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা