২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মৌসুম শুরুর আগেই চ্যাম্পিয়ন ম্যানসিটি

মৌসুম শুরুর আগেই চ্যাম্পিয়ন ম্যানসিটি - ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ এখনো মাঠে ফেরেনি, তবে তার আগেই হলো এক শিরোপার নিষ্পত্তি। মৌসুম শুরুর আগেই প্রথম শিরোপা জিতল ম্যানসিটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউকে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন পেপ গার্দিওয়ালার দল।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ডের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর সেই লড়াই শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। সেখানে ইউনাইটেডকে ৭-৬ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে সিটি।

অথচ ম্যাচের প্রথম ৮০ মিনিটে নিজেদের সেরাটা দিতে পারেনি দুই দলের কেউ। বলা যায় খেলা ছিল অনেকটা ম্যাড়ম্যাড়ে। তবে শেষ দশ মিনিটে জমে উঠে, ছড়ায় রোমাঞ্চ। গোলের জন্য মুখিয়ে থাকা দল দুটিই পায় জালের দেখা।

৮২ মিনিটে আলহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। রেড ডেভিল শিবির শিরোপার উৎসবেও মেতে উঠেছিল। কিন্তু ৮৯ মিনিটে বের্নার্দো সিলভার গোলে ইউনাইটেডের উৎসব মলিন হয়ে যায়। আর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে অবশ্য শুরুটা ভালো হয়নি সিটির। ম্যানইউ এর প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস জালের দেখা পেলেও বের্নার্দো সিলভার শট ঠেকিয়ে দেন আন্দ্রে ওনানা। তবে জ্যাডন স্যানচোর নেওয়ার চতুর্থ শটটি থামিয়ে চাপে থাকা সিটি শিবিরে স্বস্তি ফেরান এডারসন।

এরপর আরও কিছুক্ষণ চলতে থাকে পেনাল্টি শুটআউট। তবে দলের অষ্টম শটটি নিতে এসে বল লক্ষ্যে রাখতে পারেননি জনি ইভান্স, আঘাত করে গোলপোস্টে। কিন্তু মানুয়েল আকাঞ্জির কোনো ভুল করেননি। বল জালে পাঠিয়ে সিটিকে উল্লাসে ভাসান তিনি।

তাতে ৫ বছর পর কমিউনিটি শিল্ড জিতে নেয় পেপ গার্দিওলার দল। এর আগের তিন বছরে টানা তিন ফাইনালে যথাক্রমে আর্সেনাল, লিভারপুল ও লেস্টার সিটির কাছে হেরেছিল তারা।


আরো সংবাদ



premium cement