২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ম্যানসিটি থেকে আথলেটিকো মাদ্রিদে আলভারেজ

- ছবি : সংগৃহীত

ঠিকানা পরিবর্তন করছেন হুলিয়ান আলভারেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে স্পেনে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। ম্যানচেস্টার সিটি ছেড়ে তার গন্তব্য অ্যাটলেটিকো মাদ্রিদ।

জানা গেছে, কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে সব আনুষ্ঠানিকতা। বেশ চড়া দামেই তাকে বিক্রি করছে ম্যানসিটি। ৭৫ মিলিয়ন ইউরো মূল দামে তাকে কিনে নিচ্ছে অ্যাটলেটিকো। এর সাথে নানা শর্তে আরো ২০ মিলিয়ন ইউরো অ্যাড অন্স রয়েছে।

সব মিলিয়ে আলভারেজ আথলেটিকো মাদ্রিদে যাচ্ছে বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১২২০ কোটি টাকায়। অথচ ২০২২ সালে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ১৪ মিলিয়ন ইউরো বা প্রায় ২ কোটি টাকার চুক্তিতে সিটিতে এসেছিলেন আলভারেজ।

অবশ্য ম্যানসিটিতে কখনোই নিয়মিত ছিলেন না তিনি। আর্লিং হলান্ডদের বিকল্প হিসেবে খেলতে হতো তাকে। এর মাঝে রিভারপ্লেটে ধারেও খেলে আসেন কিছুদিন। তবে সিটির জার্সি গায়ে ৩৬ গোল আছে তার। আছে একটা চ্যাম্পিয়নস লিগ, দুটো প্রিমিয়ার লিগ, একবার করে উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা।


আরো সংবাদ



premium cement