২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা

কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা - ছবি : সংগৃহীত

কোপা আমেরিকা শেষ হয়েছে সপ্তাহ দুয়েক হতে চললো। ইতোমধ্যে ফুরিয়েছে তার রেশও। তবে পর্দা নামার দুই সপ্তাহ পর কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল। যেখানে স্বাভাবিকভাবেই আধিপত্য শিরোপাজয়ী আর্জেন্টিনার।

১৪ জুলাই আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল দিয়ে পর্দা নামে ২০ জুন শুরু হওয়া কোপা আমেরিকার। শ্বাসরুদ্ধকর ফাইনালে যেখানে ১-০ গোলের জয়ে শিরোপা দখলে নেয় মেসিরা। তবে শিরোপা নিস্পত্তি হলেও সেরা একাদশ ঘোষণা করেনি কনমেবল।

অবশেষে বৃহস্পতিবার এই একাদশ ঘোষণা করে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। কোপা আমেরিকার ৪৮তম আসরে অংশ নেয় মোট ১৬ দলের প্রায় আড়াই শ’ ফুটবলারের মাঝে সেরাদের সেরা থেকে খুঁজে নেয়া হয় ১১ ফুটবলারকে।

একাদশে আধিপত্য আলবিসেলেস্তাদের। একাদশের অর্ধেকই যেন তাদের। চ্যাম্পিয়ন দলটার পাঁচজন ফুটবলার আছেন এখানে। দ্বিতীয় সর্বোচ্চ কলম্বিয়ার থেকে ঠাঁই পেয়েছেন মাত্র দুই জন। এছাড়া ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের আছেন একজন করে।

আশানুরূপ পারফর্ম করতে না পারলেও নামে-ভারে একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আছেন কোপার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া হামেস রদ্রিগেজ। ব্রাজিল থেকে আছেন কেবল রাফিনহা।

দুর্দান্তে পারফরম্যান্সে সেরা একাদশের গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। আসরের সেরা গোলরক্ষকও নির্বাচিত হন এমিলিয়ানো।

রক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরোকে। মাঝ মাঠে আছেন রদ্রিগেজ। তার সাথি উরুগুয়ের মানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো ডি পল।

আক্রমণভাগে আর্জেন্টিনার লিওনেল মেসির সাথে আছেন লাওতারো মার্টিনেজ ও ব্রাজিলের রাফিনহা।

কোপা আমেরিকার সেরা একাদশ :
এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), রাফিনহা (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা)।


আরো সংবাদ



premium cement