২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ম্যান সিটি ছাড়ছেন না ডি ব্রুইনা

- ছবি - ইন্টারনেট

সৌদি আরবের পেশাদার লিগে খেলার ব্যপারে কেভিন ডি ব্রুইনার যোগাযোগের গুঞ্জন থাকলেও ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বলেছেন বিষয়টি সত্য নয়।

ডি ব্রুইনার সাথে সিটির বর্তমান চুক্তির মেয়ার ২০২৫ সালে শেষ হয়ে যাচ্ছে। গত মাসে তিনি ইঙ্গিত দিয়েছিলেন সৌদিতে যাওয়ার বিষয়টি তিনি এখনই উড়িয়ে দিচ্ছেন না। কিন্তু গার্দিওলা বিশ্বাস করেন আগামী ৩০ আগস্ট গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে সিটি স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আসছে না।

যুক্তরাষ্ট্র সফরে নর্থ ক্যারোলিনা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘কেভিন যাচ্ছে না। আমি অনেক বছর ধরে এই স্কোয়াড নিয়ে দারুণ সন্তুষ্ট। আমি জানি না ট্রান্সফার মার্কেটে কী হবে। কেউ যদি ক্লাব ছেড়ে যায় তবে সে ব্যপারে পরে কথা বলব। তবে এটা নিশ্চিত করতে পারি ৮৫-৯০ শতাংশ দল অপরিবর্তিত থাকবে। অনেক বছর যাবত আমরা ট্রান্সফার মার্কেটে প্রভাব বিস্তার করেছি। প্রতি বছরই পরিস্থিতি ভিন্ন হয়েছে। আমি কিছুটা স্বস্তিবোধ করছি। কারণ দলে পরিবর্তন এলে তার সাথে মানিয়ে নেয়া অনেক সময় কঠিন হয়।’

গত সপ্তাহে সিটি ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিওকে দলে ভিড়িয়েছে। গার্দিওলা নিশ্চিত করেছেন ওয়েস্ট হ্যাম থেকে ধারে খেলতে আসা কালভিন ফিলিপস প্রথম দলের সাথে অনুশীলন করেছেন।

গার্দিওলা আরো বলেন, ‘সাভিও উইংয়ে খেলতে পারে। যখন সে একজনের সাথে লড়াইয়ে নামে তখন তাকে প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। এখনো তার বয়স কম। দলে এমন নতুনদেরও প্রয়োজন আছে। তবে যদি ছয় থেকে সাতজন খেলোয়াড় পরিবর্তন হয় তবে অনেকসময় সবকিছুই কঠিন হয়ে যায়। অনেক খেলোয়াড় সিটিতে খেলতে চায়। কিন্তু সবাইকে দলে নেয়া সম্ভব হয় না। যখন তারা অনেক চড়া মূল্যের বিনিময়ে আসতে চায় সেটা ক্লাবের পক্ষে দেয়া সম্ভব হয় না।’

আগামী ১৮ আগস্ট চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে সিটি।


আরো সংবাদ



premium cement
সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত আহসান মঞ্জিল : বুড়িগঙ্গা-তীরের ঐতিহাসিক স্থাপনা

সকল