০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৭ সফর ১৪৪৬
`

শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল-পর্তুগাল

- ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা। টানা শিরোপা জয়ে ‘অনড়' তাদের সিংহাসন। ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। বড়সড় লাফ দিয়েছে স্পেন, কলম্বিয়া। তবে ক্রমশ অবনতি হচ্ছে এক সময়ের দাপুটে দল ব্রাজিলের।

স্বপ্নীল এক সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা এখন সর্বজয়ী। সর্বশেষ কোপা আমেরিকা জিতে কোপা-বিশ্বকাপ-কোপার ঐতিহাসিক ট্রেবলও নিজেদের করে নিয়েছে। ধরে রেখেছে ফিফা র‌্যাঙ্কিংয়েও একচেটিয়া আধিপত্য।

ফিফার সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় বৃহস্পতিবার দেখা যায় শীর্ষেই আছে আর্জেন্টিনা। তবে প্রতিনিয়ত নিজেদের আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে তারা। দলটির রেটিং পয়েন্ট বেড়েছে ৪১.৩৪। সব মিলিয়ে মেসির দলের রেটিং পয়েন্ট এখন ১৯০১.৪৮।

১৫ মাস ধরে শীর্ষস্থান রাখা আর্জেন্টিনার পর যথারীতি দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। ফরাসিদের পয়েন্ট ১৮৫৪.৯১। তবে র‍্যাঙ্কিংয়ে বেশ বড় লাফ দিয়েছে ইউরোজয়ী স্পেন। পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে তারা। চার নম্বরে ইউরোর ফাইনাল খেলা ইংল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছে আরেকটি চমক। কোপার ফাইনালে ওঠার পুরস্কারস্বরূপ নয়ে উঠে এসেছে কলম্বিয়া। হামেস রদ্রিগেজের দল দুই বছর পর শীর্ষ দশে উঠে এসেছে।

তবে অবনতি হয়েছে ব্রাজিল ও পর্তুগালের। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় দুই ধাপ অবনমন হওয়া পর্তুগিজরা আছেন ৮ নম্বরে। আর কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া ব্রাজিল এক ধাপ নিচে নেমে গেছে। আছে পাঁচে।

তবে গত এক মাস কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ার দলের বর্তমান অবস্থান ১৮৪ তম।


আরো সংবাদ



premium cement