২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার ডি মারিয়ার জন্য শিরোপা জিততে চান মেসি!

লিওনেল মেসি ও ডি মারিয়া - ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালের উত্তেজনা যেন আরো বাড়িয়ে দিয়েছেন ডি মারিয়া। শিরোপা নির্ধারণী এই ম্যাচ দিয়ে তার বিদায়ের ঘোষণা যেন আরো উপভোগ্য করে তুলছে লড়াইটা। মেসিরা এবার খেলবেন ডি মারিয়ার জন্য, বিদায়কালে তাকে একটা শিরোপা উপহার দিতে।

কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দল ঘোষণা দেয়, ‘মেসির জন্য হলেও বিশ্বকাপ জিততে চান তারা। বিশ্বসেরা ফুটবলারের হাতে দেখতে চায় শিরোপা।’

সেই আরাধ্য সাধন হয়েছে, জার্সিতে আরো একটা স্টার বসেছে। ফাইনালে গোল করে ডি মারিয়া শিরোপা এনে দেন মেসির হাতে।

এবার সেই মেসি জিততে চান ডি মারিয়ার জন্য। শেষ বেলায় বন্ধুকে কোপা আমেরিকা উপহার দিতে চান তিনি। সেমিফাইনালের পর এ কথা জানান ডি মারিয়া নিজে। তিনি বলেন, ‘মাঠে ঢোকার আগে লিও একটা বক্তব্য দেয়, যেখানে সে বলে যে তারা আমার জন্য ফাইনালে যেতে চায়। শিরোপা জিততে চায়।’

কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ডি মারিয়া। ফলে সোমবার কলম্বিয়ার বিপক্ষে ফাইনালটিই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

মেসির ক্যারিয়ারকে বর্ণাঢ্যময় করতে দারুণ ভূমিকা রেখেছেন ডি মারিয়া। মেসির স্বপ্নযাত্রার অন্যতম সাথী তিনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ট্রফি ও বিশ্বকাপ- তিনটি আসরের ফাইনালেই গোল করেন ডি মারিয়া। তিনটা শিরোপাই দখলে নেয় আলবিসেলেস্তারা।

এবার ডি মারিয়াকে বিদায় বেলায় দারুণ কিছু উপহার দিতে চান মেসি। দীর্ঘ দিনের এই সতীর্থকে শিরোপা দিয়ে বিদায় জানাতে চান তিনি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও সেই বার্তা দিয়ে গেলেন বিশ্বসেরা এই ফুটবলার।

মেসি বলেন, ‘ডি মারিয়া আগেই তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ও যেন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা ফাইনাল খেলতে নামব।’

এরপর ডি মারিয়ার প্রশংসা করে মেসি বলেন, ‘ওর মতো এত স্পর্শকাতর ফুটবলার আমি খুব কম দেখেছি। ম্যাচে হারি বা জিতি, মাঠে এবং মাঠের বাইরে ডি মারিয়ার আবেগ বারবার আমার মনকে ছুঁয়ে গেছে। জাতীয় দলের হয়ে ওর শেষ মুহূর্ত স্মরণীয় করতেই হবে।’


আরো সংবাদ



premium cement