১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

ইউরো চ্যাম্পিয়ন হলে কত টাকা করে পাবে স্পেন-ইংল্যান্ড?

ইউরো চ্যাম্পিয়ন হলে কত টাকা করে পাবে স্পেন-ইংল্যান্ড? - ফাইল ছবি

মাসখানেকের ফুটবল লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোর। হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে। যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে দুই ফাইনালিস্ট। মোটা অংকের প্রাইজমানি যে বাড়িয়ে দেবে চ্যাম্পিয়নদের শিরোপা জয়ের আনন্দ।

ইউরো ফুটবল টাকার খেলায় আগে থেকেই অনেক এগিয়ে। কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করে তারা ফুটবলের পেছনে। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনো আসরে এত বেশি টাকার ঝনঝনানি দেখার নজির নেই আর কোথাও। প্রতিটি আসরেই থাকে যার ছাপ। এবারও তার ব্যতিক্রম নয়।

এবারের আসরের প্রাইজমানি আগের মতো থাকলেও সেটাও মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। এবারের আসরে মোট অর্থমূল্য ৩৩১ মিলিয়ন ইউরো! বাংলাদেশী টাকায় যা চার হাজার ২৩৫ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা! যেখানে অংশ নেয়া ২০ দলের প্রত্যেকে পাবে ১০ মিলিয়ন ডলার তথা ১১৭ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা করে।

এছাড়া গ্রুপপর্বের প্রতিটি ড্রয়ের জন্য ৫ লাখ ৩০ হাজার ডলার বা ৬ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা ও প্রতিটি জয়ের জন্য রয়েছে ১০ লাখ ৭ হাজার ডলার বা ১১ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার টাকা। আর শেষ ষোলোতে থাকা দলগুলো পাব্ব পাবে আরও ১৬ লাখ ২০ হাজার ডলার বা ১৯ কোটি ৫ লাখ ২৭ হাজার টাকা।

কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে ২৬ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটার পরিমাণ ৩১ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকা। শেষ চারে ওঠা দলগুলো পাবে ৪০ লাখ ৩০ হাজার ডলার করে। অর্থাৎ ৪৭ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ২৮৫ টাকা।

সাধারণভাবে রানার্স-আপ দল ৫.৪ মিলিয়ন ডলার ও চ্যাম্পিয়ন দল বোনাস হিসেবে পাবে ৮.৬ মিলিয়ন ডলার।অর্থাৎ সব ধরনের বোনাস মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলের কোষাগারে জমা হবে ৩০.৪৩ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারবে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা।

এই ক্ষেত্রে খানিকটা কম বেশ হতে পারে ম্যাচ জয়ের পরিমাণ বিবেচনা করে। গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতায় স্পেন চ্যাম্পিয়ন হলে পুরো টাকাই পাবে। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে খানিক কমে আসবে অংক। কেননা গ্রুপ পর্বের সব ম্যাচে জেতা হয়নি থ্রি লায়ন্সদের।

ইউরোর ফাইনালে রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের সেরা দুই দল।


আরো সংবাদ



premium cement
ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে জয়খরা ঘুচাল পাকিস্তান যেভাবে শহিদ হন ইয়াহিয়া সিনওয়ার অন্তর্বর্তী সরকারে যোগ হতে পারে নতুন মুখ! শুক্রবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছাত্র অসন্তোষের জেরে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের ইইউ বৈঠকে জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির বাংলাদেশের জন্য ভারতের ভিসা জটিলতার সমাধান কবে হবে ২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে : আসিফ নজরুল

সকল