০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ১ মহররম ১৪৪৬
`

দারুণ গোলে এগিয়ে আর্জেন্টিনা

দারুণ গোলে এগিয়ে আর্জেন্টিনা - ছবি : সংগৃহীত

লিসান্দ্রো মার্টিনেজের গোলে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। ওই এক গোলের ব্যবধানেই প্রথমার্ধের খেলা শেষ ঞয়।

ম্যাচের ৩৫ মিনিটে পাওয়া নিজেদের প্রথম কর্নার থেকেই গোল পায় আলবিসেলেস্তারা। মেসির নেয়া কর্নার প্রথম ম্যাক অ্যালিস্টারের মাথায় লেগে পিছনে চলে যায়। তা পেয়ে সহজে হেডে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ।

সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স দুর্দান্ত। গত আসরের কোয়ার্টারে লাতিন আমেরিকার দলটিকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসিরা।

এ ম্যাচে শুরুটা ভালো না হলেও পরে গুছিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলে প্রথমার্ধ শেষে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ঢিলেঢালা শুরু আর্জেন্টিনার। ম্যাচের ৬ মিনিটে ইকুয়েডরের প্রচেষ্টা রুখে দেন এমিলিয়ানো মার্তিনেজ।

ম্যাচের ১৫ মিনিটে আবারও দলকে বিপক মুক্ত করেন অ্যাস্টন ভিলার এ গোলকিপার। বাঁ-প্রান্ত দিয়ে আর্জেন্টিনার ছয় গজের বক্সে ঢুকে শট নেন জেরেমি সারমিয়েন্তো। তা রুখে দেন এমিলিয়ানো।

পরে রিবাউন্ডে কেন্ড্রি পেইজের শট চলে যায় পোস্টের উপর দিয়ে। পরের মিনিটে অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার কাছ থেকে বল পেয়ে অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর শট আটকে যায় ডি-বক্সে।

ইকুয়েডরের পোস্টে আর্জেন্টিনা প্রথম শট নেয় ম্যাচের ২২ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ফিরে আসে বক্স থেকে।

ম্যাচের ৩৪ মিনিটে লিওনেল মেসির কাছ থেকে বল ডি-বক্সের বাইরে থেকে শট নেন এনজো ফার্নান্দেজ। ইকুয়েডেরর এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় বাইরে। ম্যাচের প্রথম কর্নার পায় আর্জেন্টিনা।

মেসি কর্নার কিক নেন প্রথম পোস্টে, সেখানে দাঁড়ানো অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পেছেনর দিকে হেড করে বল পাঠান দ্বিতীয় পোস্টে। বিনা বাধায় হেডে গোল করেন ফাঁকায় দাঁড়ানো লিসান্দ্রো মার্তিনেজ।


আরো সংবাদ



premium cement