২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ড্র করেও শেষ ষোলতে সুইজারল্যান্ড, গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি

ড্র করেও শেষ ষোলতে সুইজারল্যান্ড, গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি - ছবি : সংগৃহীত

শেষ ষোল আগেই নিশ্চিত করেছিল জার্মানি। রোববার মাঠে নেমেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে। কঠিন পরীক্ষা দিলেও শেষ পর্যন্ত উদ্দেশ্য সফল হয়েছে স্বাগতিকদের। যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ে দেখা পায়নি তারা, পয়েন্ট হয়েছে ভাগাভাগি।।

ফ্রাঙ্কফুর্টে রোববার (২৩ জুন) মুখোমুখি হয় স্বাগতিক জার্মানি ও সুইজারল্যান্ড। যেখানে জার্মানিকে চমকে দিয়ে জয়ের খুব কাছেই ছিল সুইসরা৷ তবে যোগ হওয়া অতিরিক্ত সময়ে সেই স্বাদ নষ্ট করে দেয় স্বাগতিকেরা৷ দুই দলের লড়াই শেষ হয় ১-১ সমতায়।

জার্মানির জন্যে ম্যাচটা শুধুই আত্মবিশ্বাস ধরে রাখা আর গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াই হলেও, সুইজারল্যান্ডের জন্যে ছিল বাঁচা-মরার লড়াই। শেষ ষোলোতে যেতে হলে থামাতে হতো জার্মানির জয়যাত্রা। নিজেরা শেষ পর্যন্ত জিততে না পারলেও এই কাজটা করতে পেরেছে সুইজারল্যান্ড।

পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গ্রুপ ‘এ’ থেকে ৭ পয়েন্ট নিয়ে পরের পর্বে গেল জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড।

ফ্রাঙ্কফুর্টে ম্যাচের শুরু থেকে জার্মানি বলের দখল রেখে খেললেও, সুইজারল্যান্ড ছিল বেশ সতর্ক। জার্মানিকে আটকে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টাও করে তারা। যদিও ১২তম মিনিটে সুইস রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিলো স্বাগতিকরা। কিন্তু অল্পের জন্য গোলের দেখা পাননি কাই হাভার্টজ।

তবে মিনিট পাঁচেক পর জালের দেখা পায় জার্মানি। বক্সের বেশ বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ান রবার্ট আনড্রিচ। তবে তার আক্রমণের শুরুতে বক্সের ভেতর জামাল মুসিয়ালা ফাউল করে বসায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি।

গোলটি না পেলেও সুইস রক্ষণকে বেশ চাপে রাখে জার্মানরা। তব্ব জার্মানির আক্রমণ আটকে দিয়ে উল্টো ম্যাচের ২৮ মিনিটে সুইজারল্যান্ড আচমকা এগিয়ে যায়।ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রেউলারের নিচু ক্রস পা ছুঁইয়ে বল জার্মানির জালে পাঠান ড্যান এনডয়ে।

খানিকবাদে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে এনডয়ের সামনে। তবে এবার আর তিনি বল লক্ষ্যে রাখতে পারেননি। বিপরীতে গোলের জন্যে মরিয়া জার্মানি আক্রমণ অব্যাহত রাখে। তবে গোলের দেখা না পেয়েই বিরতিতে যেতে হয় তাদের।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় জার্মানি। বিশেষ মরে ৭০ মিনিটে জশুয়া কিমিখের শট অবিশ্বাস্য দক্ষতায় ম্যানুয়াল আকাঞ্জি আটকে না দিলে স্বাগতিকেরা সমতায় ফিরতে পারতো তখনই।

এদিকে ৮৪ মিনিটে ফিরতি আক্রমণে আবারো বল জালে জড়ায় সুইজারল্যান্ড। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এমতাবস্থায় যখন ১ গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় সুইজারল্যান্ড, তখনই বাধা হয়ে দাঁড়ান ফুলক্রুগ।

ম্যাচের ৯২তম মিনিটে রাউমের ক্রস থেকে হেডে গোল করেন নিকলাস ফুলক্রুগ। আর এই গোলের ফলে জার্মানরা তাদের হার এড়ায়। ম্যাচ শেষ হয় সমতায়।


আরো সংবাদ



premium cement