রোমানিয়াকে হারিয়ে ইউরোতে টিকে থাকল বেলজিয়াম
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২৪, ০৭:১৯
স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিত হারের পর দারুণ প্রত্যাবর্তন। এবারের ইউরো কাপে প্রথম জয় তুলে নিল বেলজিয়াম। শনিবার কোলোনে রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকল লুকাকু, ডি ব্রুইনরা। গ্রুপের তলানি থেকে একলাফে উঠে এলো এক নম্বরে। বেলজিয়ামের জয়ে জমে গেল গ্রুপ ই। চারটি দলেরই তিন পয়েন্ট। শেষ ম্যাচে এই গ্রুপের ফয়সালা হবে। বেলজিয়ামের দুই গোলদাতা ইউরি টিলেম্যান্স এবং কেভিন ডি ব্রুইন। ভাগ্য সঙ্গ দিচ্ছে না রোমেলু লুকাকুর। দুই ম্যাচে অফসাইডের জন্য তার তিনটি গোল বাতিল। এখনো স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ। স্লোভাকিয়ার বিরুদ্ধে জোড়া গোলের পর এদিনও তার একটি গোল 'ভার'-এর সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। তারপরও একাধিক সহজ সুযোগ মিস রয়েছেই। নয়তো রোমানিয়াকে আরো বড় ব্যবধানে হারাতে পারত বেলজিয়াম।
প্রথমার্ধে গোল মিসের বন্যা। একাধিক সুযোগ নষ্ট করে বেলজিয়াম। নয়তো বিরতির আগেই ম্যাচটা শেষ করে দিতে পারত রেড ডেভিলসরা। পজেশন, বল কন্ট্রোল, নিখুঁত পাসিং সত্ত্বেও ফিনিশিংয়ের অভাব। তার মধ্যে আবার একাধিক সুযোগ নষ্ট লুকাকুর। প্রথমার্ধের সেরা প্লেয়ার কেভিন ডি ব্রুইন। স্লোভাকিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ হারায় চাপে ছিল বেলজিয়াম। এদিন হারলেই বিদায়। তাই শুরু থেকেই তাগিদ বেশি ছিল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। দেড় মিনিটের মাথায় লুকাকুর পাস থেকে টিলেম্যান্সের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কোনো মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে বেলজিয়ামের জার্সিতে সবচেয়ে দ্রুততম গোলের নজির গড়লেন তিনি। এদিন মাত্র ৭৩ সেকেন্ডে গোল করেন। ইউরোর ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। তার আগে আছেন রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কো এবং আলবেনিয়ার নেদিম বাজরামি। মূলত বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠছিল রেড ডেভিলস। যার মূলে ডি ব্রুইন। কিন্তু লুকাকু, ডোকু জালে বল রাখতে পারেনি। ৩১ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে বেলজিয়াম।
বিরতিতে মাত্র এক গোলে পিছিয়ে থাকায় নিশ্চয়ই নিজেদের ভাগ্যবান মনে করবে রোমানিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পায় তারা। কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ। ম্যাচের ৪৮ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়লেও ক্রসপিসের ওপর দিয়ে বল ভাসিয়ে দেন। এরপর জোড়া সুযোগ ছিল বেলজিয়ামের সামনে। ৫২ মিনিটে ডি ব্রুইনের শট বাইরে যায়। তার তিন মিনিটের মাথায় আবার মিস। ৫৫ মিনিটে ডোকুর থেকে বল পেয়ে রোমানিয়ার কিপারের গায়ে মারেন ডি ব্রুইন। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ছিল বেলজিয়ামের। মাঝে কয়েকটা বিক্ষিপ্ত আক্রমণ করার চেষ্টা করে রোমানিয়া। ম্যাচের ৬৪ মিনিটে রোমেলু লুকাকুর গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। মাঝমাঠে ডি ব্রুইন বল ছাড়ার সময় অফসাইডে ছিলেন লুকাকু। ইউরো কাপের দু'ম্যাচে অফসাইডের জন্য লুকাকুর তিনটে গোল বাতিল হল। তার দু'মিনিটের মাথায় আবার সুযোগ। কিন্তু এবার রোমানিয়ার গোলকিপারের গায়ে মারেন লুকাকু। ৬৮ মিনিটে রোমানিয়ার সেরা সুযোগ মিস। তবে এদিন একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়নি বেলজিয়ামকে। রোমানিয়ার গোলকিপার ক্যাস্টিলসের ভুলে ম্যাচের ৮০ মিনিটে তিন পয়েন্ট নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইন।
সূত্র : আজকাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা