২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোনালদোর রেকর্ডের রাতে শেষ ষোলতে পর্তুগাল

রোনালদোর রেকর্ডের রাতে শেষ ষোলতে পর্তুগাল - ছবি : সংগৃহীত

গোল পাননি রোনালদো, তবে রেকর্ড সেই অপেক্ষায় থাকেনি৷ তুরস্কের বিপক্ষে ম্যাচে রোনালদো হয়েছেন দুই-দুটি নতুন রেকর্ডের সাক্ষী। রোনালদোর রেকর্ড গড়া দিনে জিতেছে তার দলও। সেই সাথে নিশ্চিত করেছে শেষ ষোলও।

শনিবার ডর্টমুন্ডে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ইউরোর শেষ ষোলোয় নাম লিখিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। বের্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেজ একটি করে গোল করেন। বাকিটা আত্মঘাতী।

ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলের মালিক আগেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোর সবচেয়ে বেশি আসরে অংশগ্রহণের রেকর্ডও গত ম্যাচে নিজের করে নেন। এবার রোনালদো আরো একটা রেকর্ডে ছাপিয়ে গেলেন সবাইকে।

ম্যাচের শুরু থেকেই এদিন ব্যাস্ত ছিলেন রোনালদো। তুরস্কের গোলমুখে প্রথম শটটাও নেন তিনিই। দ্বিতীয় মিনিটে নেওয়া সেই শট অবশ্য তুরস্ক গোলকিপার আতলাই বায়িন্দির সহজেই আটকে দেন। অষ্টম মিনিটে রোনালদোর নেতা হেডও লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচে পর্তুগাল কাঙ্খিত গোলের দেখা পায় ২১ মিনিটে। নুনো মেন্ডেসের বাড়ানো বল ধরে সহজেই জালে জড়ান বের্নার্দো সিলভা। দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। সাত মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয়। তবে এই গোলটা আসে আত্মঘাতী থেকে।

প্রথমার্ধে আর কোনো গোল আসেনি। তুরস্ক পারেনি তেমন কোনো সুযোগ বের করতে। তবে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পর্তুগাল তৃতীয় গোলটি পেয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৫৫তম মিনিটে গোলটা আসে রোনালদোর সহায়তায়।

ব্রুনোর কাছে থেকে যখন রোনালদো বল পান তখন সামনে শুধুই গোলরক্ষক। কিন্তু নিজে চেষ্টা না করে রোনালদো পাস বাড়ান অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকা ব্রুনোকে। হালকা করে বল জালে ঠেলে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক।

আর এতেই ইতিহাসের পাতায় নাম লেখান রোনালদো। যা ইউরোতে রোনালদোর সপ্তম অ্যাসিস্ট। ১৯৮০ সাল থেকে সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী এর চেয়ে বেশি গোলে সহায়তার রেকর্ড নেই আর কারোরই।

শেষ সময়ে আর কোনো গোল না হলে শেষ ষোলোর টিকিট নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে এসেছে তারা। তবে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর সম্ভাবনা টিকিয়ে রেখেছে তুরস্কও।


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল