২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্রাত্তেসিকে নিয়ে আশাবাদী ইতালি

ফ্রাত্তেসিকে নিয়ে আশাবাদী ইতালি - ছবি : বাসস

আগামীকাল বৃহস্পতিবার ইউরো চ্যাম্পিয়নশিপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

আজ্জুরি কোচ লুসিয়ানো স্পালেত্তির প্রত্যাশা, ইন্টার মিলানের সুপার সাব ডেভিড ফ্রাত্তেসি ম্যাচের পার্থক্য গড়ে দেবেন।

প্রথম ম্যাচেই কোচের সেই আস্থার প্রতিদান দিয়েছেন ফ্রাত্তেসি।

মিডফিল্ডার ফ্রাত্তেসি অতি সম্প্রতি সিরি-এ শিরোপা জয়ী ইন্টারের হয়ে এবারের মৌসুমে মাত্র ছয় ম্যাচে মূল দলে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু সিমোনে ইনজাগির দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে বদলি বেঞ্চ থেকে উঠে এসে তিনি দলের ভাগ্য নির্ধারণে সহযোগিতা করেন।

২৪ বছর বয়সী ফ্রাত্তেসি গত মৌসুমে ইন্টারের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৫ ম্যাচে ৮ গোল করা ছাড়াও ৫টি অ্যাসিস্ট করেছেন। আন্তর্জাতিক ম্যাচেও সঠিক সময়ে সঠিক কাজটা করতে তিনি দারুণ পারদর্শীতার পরিচয় দিয়েছেন।

গত বছর আগস্টে স্পালেত্তি ইতালির দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ফ্রাত্তেসি সুপার সাব হিসেবে ৫ গোল পেয়েছেন। আলবেনিয়ার বিপক্ষে ইতালির ২-১ গোলের জয়ের প্রথম ম্যাচটিতে অবশ্য ফ্রাত্তেসি মূল দলেই খেলেছেন। সাসৌলোর সাবেক সতীর্থ গিয়ানলুকা সামাকার পেছনে তিনি নিজেকে যথার্থভাবেই পুরো ৯০ মিনিট প্রমাণ করেছেন। ১৬ আন্তর্জাতিক ম্যাচে অল্পের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ গোল পাননি।

ইন্টারে খেলা প্রসঙ্গে ফ্রাত্তেসি বলেন, ‘নতুন একটি দলে প্রথম বছরেই মানিয়ে নেয়া সবসময় সহজ হয় না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবারের মতো খেলতে নামাটাও অনেক বেশি চাপের। আমার কাছে এ বছর সবচেয়ে বেশি ক্লান্তিকর ছিল বিভিন্ন দেশে ভ্রমণ। কিন্তু যত বেশি আমি খেলার সময় পাব, তত বেশি নিজেকে পরিণত করতে পারব।’

তিনি বলেন, ‘মানসিকভাবে হয়তো সবাই পরিশ্রান্ত হয়, কিন্তু ম্যাচ খেলার পর সেই ক্লান্তিভাব অনেকটাই দূর হয়ে যায়। সব কিছুর মধ্যেই আমি ভিন্নতা খুঁজে পাচ্ছি।’

আগামীকালের ম্যাচে ফ্রাত্তেসির সাথে আরো চার ইন্টার মিলানের খেলোয়াড়ের মূল দলেই খেলার ইঙ্গিত দিয়েছেন স্পালেত্তি। মিডফিল্ডার নিকোলো বারেলা, লেফট-ব্যাক ফেডেরিকো ডিমারকো ও ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি এখন জাতীয় দলের অপরিহার্য্য অংশ।

ফ্রাত্তেসি বলেন, ‘একসাথে অনেক দিন খেলা অবশ্যই পুরো দলকে সহযোগিতা করে। কখনো কখনো আমাদের নিজেদের মধ্যে কথা বলারও প্রয়োজন হয় না। কারণ সবকিছু স্বাভাবিকভাবেই হয়ে যায়। এটা আমার সাথেও হয়। আমরা একে অপরকে বুঝতে পারি এবং এভাবেই ম্যাচে এগিয়ে যাই।’

আলবেনিয়ার বিপক্ষে পরিপূণ ফিটনেস দেখিয়ে শক্তিশালী দল হিসেবেই নিজেদের প্রমাণ করেছে ইতালি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দ্রুততম গোল হজমের রেকর্ডের পরও নিজেদের দারুণভাবে ফিরিয়ে এনেছে। এ ধরনের ম্যাচ দেখার সৌভাগ্যও সবসময় হয় না।

যদিও প্রথম ম্যাচে অন্যতম শক্তিশালী ও অভিজ্ঞ ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে পরাজিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্পেন। টুর্নামেন্টের অন্যতম গোছানো দল হিসেবে নিজেদের প্রমাণে একটুও ঘটতি রাখেনি স্পেন।

গ্রুপ-বি’তে গোল ব্যবধানে ইতালিকে পেছনে ফেলে এই মুহূর্তে শীর্ষে থাকা স্প্যানিশরা এই ধারা বজায় রাখতে মুখিয়ে আছে। কালকের ম্যাচে অন্তত একটি বিষয় নিশ্চিত হয়ে যেতে পারে, গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে কোন দলটি নক আউট পর্বে যাচ্ছে।

বার্সেলোসা টিন সেনসেশন লামিন ইয়ামালকে নিয়ে সাজানো স্পেনের আক্রমণভাগকে পেছনে ফেলতে যতটা সম্ভব তাদের কাছে বল না দেয়ার চেষ্টা করবে ইতালি, এমনটাই আশা করেন ফ্রাত্তেসি।

এ সম্পর্কে ইন্টারের এই মিডফিল্ডার বলেন, ‘একটি দারুণ মৌসুম কাটিয়ে ইয়ামাল ইউরোতে খেলতে এসেছে। একজন তরুণ খেলোয়াড়ের জন্য এর থেকে বেশি আস্থার জায়গা আর কী হতে পারে! তার মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সব ধরনের যোগ্যতা আছে। সত্যি বলতে ব্যক্তিগতভাবে স্পেন আমাদের থেকে ভালো দল। সে কারণেই আমাদের গতি মাঠেই প্রমাণ করতে হবে। আশা করছি, এই ম্যাচ জিতেই আমরা মাঠ ছাড়ব।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল