২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সহজ সুযোগ নষ্ট রোনালদোর, শেষ মুহূর্তের গোলে জয়

সহজ সুযোগ নষ্ট রোনালদোর, শেষ মুহূর্তের গোলে জয় - ছবি : সংগৃহীত

গত বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর পর্তুগালের জার্সিতে ফিরে এবারের ইউরোতে ক্রিশ্চিয়ানো রোনালদো কেমন খেলেন সে দিকেই নজর ছিল সবার। মঙ্গলবার প্রথমার্ধেই অন্তত জোড়া গোল করতে পারতেন রোনালদো। একবার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না তিনি। একবার তার বাঁ পায়ের শট ভালো বাঁচালেন চেকিয়ার (চেক প্রজাতন্ত্র) গোলরক্ষক স্টানেক। খেলার গতির বিপরীতে এগিয়ে যায় চেকিয়া। পরে চেকিয়ার আত্মঘাতী গোলে সমতা ফেরায় পর্তুগাল। একেবারে শেষ মুহূর্তে পরিবর্ত হিসেবে নামা কনসেসাও গোল করে জিতিয়ে দেন (২-১) পর্তুগালকে।

খেলার শুরু থেকেই পর্তুগালের দাপট। ডালট, ভিটিনহা, ব্রুনো ফের্নান্দেস, কানসেলো, বের্নার্দো সিলভাকে নিয়ে মাঝমাঠ সাজিয়েছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। সামনে রেখেছিলেন রোনাল্ডো ও লিয়াওকে। তার ফলে পুরো প্রথমার্ধ জুড়ে মাঝমাঠের দখল ছিল পর্তুগালের। একের পর এক আক্রমণ এসে পড়ছিল চেকিয়ার বক্সে।

৮ মিনিটের মাথায় প্রথম সুযোগ পান রোনালদো। বক্সে ভেসে আসা বসে হেড করেন তিনি। কিন্তু গোলে রাখতে পারেননি সিআর৭। ছটফট করছিলেন ৩৯ বছরের রোনালদো। বোঝা যাচ্ছিল, দেশের জার্সিতে গোল করতে কতটা মুখিয়ে তিনি। মাঝেমধ্যে দূর থেকেও শট মারছিলেন পর্তুগালের ফুটবলারেরা। ২৫ মিনিটে ফের্নান্দেসের শট একটুর জন্য বার উঁচিয়ে বেরিয়ে যায়।

৩২ মিনিটে ম্যাচের সহজতম সুযোগ পেয়েছিলেন রোনালদো। রক্ষণের পায়ের মাঝখান থেকে বক্সে অরক্ষিত রোনালদোকে বল বাড়ান ফের্নান্দেস। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোনালদো। তাঁর বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন স্টানেক। বিরতির ঠিক আগেই আরো একবার গোল লক্ষ্য করে শট মারেন রোনালদো। এবারও দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন স্টানেক। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একই ছবি। চেকিয়ার বক্সে আছড়ে পড়ে একের পর এক আক্রমণ। কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না পর্তুগাল। তার জন্য কিছুটা হলেও দায়ী লিয়াও। বেশিক্ষণ পায়ে বল রাখছিলেন তিনি। একা খেলার চেষ্টা করছিলেন। ঠিক সময়ে রোনালদোকে বল দিলে হয়তো ভালো করতেন পর্তুগালের স্ট্রাইকার। ৫৮ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পায় পর্তুগাল। রোনালদোর শট সরাসরি গোলরক্ষকের হাতে যায়।

সুযোগ নষ্টের খেসারত দিতে হয় পর্তুগালকে। ৬২ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে এগিয়ে যায় চেকিয়া। বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে দিয়েগো কোস্তাকে পরাস্ত করে গোল করেন লুকাস প্রোভোদ। এগিয়ে যায় চেকিয়া। হতবাক হয়ে যান গ্যালারিতে বসে থাকা পর্তুগিজ সমর্থকেরা। রোনালদোকেও হতাশ দেখায়।

বাধ্য হয়ে লিয়াওকে তুলে নুনো মেনডেসকে নামান পর্তুগালের কোচ। ফলও মেলে। ৬৯ মিনিটের মাথায় বক্সে ভেসে আসা বলে হেড করেন মেনডেস। সেই বল বাঁচিয়ে দেন স্টানেক। কিন্তু ফিরতি বল চেকিয়ার ডিফেন্ডার রানাচের পায়ে লেগে গোলে ঢুকে যায়। রানাচ আত্মঘাতী গোলে সমতা ফেরায় পর্তুগাল।

সমতা ফেরানোর পরে আক্রমণের ঝাঁঝ আরো বাড়ায় পর্তুগাল। ৭১ মিনিটে বক্সে ঢুকে বাঁ পায়ে জোরালো শট মারেন সিলভা। ভালো বাঁচান স্টানেক। চেকিয়ার পুরো দল রক্ষণে নেমে এসেছিল। ডিফেন্স করছিলেন পাঁচজন। তাদের সামনে আরো চারজন ছিলেন। প্রতি আক্রমণের জন্য একজনকে উপরে রেখেছিল তারা। ফলে খেলা বেশিভাগটাই হচ্ছিল চেকিয়ার বক্সের কাছে।

পর্তুগালের কাছে বলের দখল ছিল ৭৬ শতাংশ। ৮০ মিনিটের মধ্যে চেকিয়ার গোল লক্ষ্য করে ১৭টি শট মেরেও গোলের মুখ খুলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে কিছুটা নিষ্প্রভ দেখায় রোনাল্ডোকে। তার কারণ, কড়া মার্কিংয়ে ছিলেন তিনি। তাকে জায়গা দিচ্ছিলেন না চেকিয়ার ডিফেন্ডারেরা। একবারও ফাঁকা হেড পাননি। সারাক্ষণ তার গায়ে লেগে ছিল ডিফেন্ডার।

পর্তুগালের চাপ বেশি থাকলেও তার মাঝে দু’একবার প্রতি আক্রমণে সুযোগ তৈরি করছিল চেকিয়া। কিন্তু আক্রমণে বেশি লোক না থাকায় তা কাজে আসছিল না। রোনালদো গোল করতে না পারলেও সেই রোনালদোর হেড থেকেই পর্তুগালের দ্বিতীয় গোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। ৮৮ মিনিটের মাথায় ফাঁকায় হেড করেন রোনালদো। বল পোস্টে লাগে। ফিরতি বলে গোল করেন দিয়েদো জটা। কিন্তু ভার-এ দেখা যায় রোনালদো অফসাইডে দাঁড়িয়ে ছিলেন। ফলে গোল বাতিল হয়।

দেখে মনে হচ্ছিল পর্তুগালকে আটকে দেবে চেকিয়া। কিন্তু শেষ মুহূর্তে ভুল করল তাদের রক্ষণ। নেটোর ক্রস আটকাতে ভুল করেন ডিফেন্ডার। সেই বল ধরে গোল করেন বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেসাও। বাকি সময়ে আর ফিরতে পারেনি চেকিয়া। হেরে মাঠ ছাড়তে হয় তাদের। তবে যেভাবে চেকিয়া পর্তুগালকে চাপে রাখল তা চিন্তায় রাখবে রোনালদোদের।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল