‘এ’ ও ‘বি’ গ্রুপে বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ জুন ২০২৪, ২৩:০৮
সেপ্টেম্বরের ২১ থেকে ২৯ তারিখে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবলের বাছাই পর্ব। এরপর অক্টোবরে অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবলের কোয়ালিফাইং রাউন্ড।
বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে এই আসরগুলোর ভেন্যু নেয়া সম্ভব হচ্ছে না। ফলে এবার তাদের অন্যত্র গিয়ে খেলতে হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) এই দুই আসরের ড্র অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের এএফসি হাউজে।
এতে অনূর্ধ্ব-২০ ফুটবলের ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। খেলতে হবে ভিয়েতনামে গিয়ে। গ্রুপের অপর প্রতিপক্ষ সিরিয়া, ভুটান ও গুয়াম।
এশিয়ার ৪৫টি দেশ ১০ গ্রুপে ভাগ হয়ে খেলছে এই বাছাই পর্বে। ১০ গ্রুপ রানার্সআপ ও ৫ বেস্ট রানার্সআপ আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডে খেলবে।
এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ১৯-২৭ অক্টোবর এই গ্রুপের খেলা হবে কম্বোডিয়াতে। এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উঠতে আরো লড়াই করবে আফগানিস্তান, ফিলিপাইন ও ম্যাকাও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা