ড্র দিয়ে শেষ হলো ব্রাজিলের কোপা আমেরিকা প্রস্তুতি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুন ২০২৪, ০৮:৫৯
কোপা আমেরিকা শুরুর আগেই হোঁচট খেল ব্রাজিল। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তারকা খচিত দল নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে ড্র করেছে তারা।
বৃহস্পতিবার (১৩ জুন) ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়ামে স্বাগতিকদের সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।
আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। তার আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ব্রাজিল। তবে প্রস্তুতির শেষটা সুখকর হয়নি৷ এগিয়ে গিয়েও মাঠ ছাড়তে হয়েছে না জিতেই।
নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দেয়ার জন্যই যেন এ ম্যাচে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। রক্ষণে জমাট বেধে গোল হজম না করার দিকে পূর্ণ মনোযোগ ছিল তাদের। তবে সেলেসাওদের আটকে রাখা যায়নি, ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় তারা।
ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনহার পাস থেকে ব্রাজিলের হয়ে গোল করেন রদ্রিগো। তবে গোল খেয়ে দমে যায়নি যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণ করতে থাকে ম্যাচে ফেরার লক্ষ্যে। আর নয় মিনিট পর সেই সুযোগ পেয়েও যায় তারা।
২৬তম মিনিটে গোল শোধ করেন ক্রিস্টিয়ান পুলিসিক। ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচে ফেরে ১-১ সমতা৷ প্রথমার্ধে আসেনি আর কোনো গোল।
দ্বিতীয়ার্ধে সুযোগের প্রথমটি পান এন্দ্রিক। ৬৫তম মিনিটে মাঠে নামার পাঁচ মিনিট পরে টার্নারকে কঠিন পরীক্ষা ফেলেন ব্রাজিলের এই নতুন সেনসেশন। প্রতি আক্রমণে যাওয়া যুক্তরাষ্ট্রেক প্রায় এগিয়েই নিচ্ছলেন পুলিসিক। কিন্তু বাঁহাত বাড়িয়ে বলের জালে যাওয়া ঠেকান আলিসন।
৭৪তম মিনিটে আবারও ব্রাজিলকে হতাশ হতে হয়। এবার রদ্রিগোর শট বাঁহাত দিকে ঠেকিয়ে দেন টার্নার। বিপরীতে নয় মিনিট পর খুব কাছ থেকে ব্রেন্ডন অ্যারনসনের শট ঠেকিয়ে সমতা ধরে রাখেন আলিসন।
বাকি সময়ে তেমন কোন আক্রমণ করতে পারেনি দুই দলই। ফলে ১-১ সমতায় শেষ হয় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ম্যাচটি। ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা