০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ইন্টারের সাথে চুক্তি নবায়ন করলেন বারেলা

- ছবি : বাসস

সিরি-এ চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ইতালিয়ান জাতীয় দলের তারকা নিকোলো বারেলা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন বারেলা।

ইন্টারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বারেলা বলেছেন, ‘আমি সত্যিই দারুণ খুশি। ইন্টারের সাথে আরো কয়েক বছর থাকার সুযোগ পেয়েছি। অসাধারণ এই ক্লাবটির হয়ে লড়াই করতে পেরে আমি গর্বিত। আমার কখনই এই ক্লাবে থাকা নিয়ে শঙ্কা ছিল না। এখানকার প্রকল্পগুলোর ওপর আমার আস্থা আছে। বিশেষ করে ইউরোপয়ান টুর্নামেন্টের আগেই আমি এই চুক্তি নবায়ন করতে চেয়েছিলাম।’

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ ইউরো জয়ী ইতালি দলে ছিলেন। এবার আবারো নতুন কোচ লুসিয়ানো স্পালেত্তির দলের জন্য বিবেচিত হয়েছেন। পেশীর সমস্যার কারণে মঙ্গলবার ইতালির ইউরোর পূর্নাঙ্গ অনুশীলনে অনুপস্থিত ছিলেন বারেলা।

তবে, আগামী ১৫ জুন আলবেনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মূল দলে তার খেলার আশা করা হচ্ছে।

গত মৌসুমে সিমোনে ইনজাগির শিরোপা জয়ী ইন্টারের হয়ে বারেলা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৯ সালে শৈশবের ক্লাব কালিয়ারি থেকে বারেলা মিলানে যোগ দেন। এ পর্যন্ত ২৩৫ ম্যাচ খেলেছেন, দু’টি সিরি-এ শিরোপা ছাড়াও দু’টি ইতালিয়ান কাপ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement