০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বৃহস্পতিবার নিজমাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

বৃহস্পতিবার নিজমাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ - ছবি : ইউএনবি

২০২৬ ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ফুটবল দল।

বৃহস্পতিবার (৬ জুন) বিকাল পৌনে ৪টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি মাঠে গড়াবে।

মঙ্গলবার (৪ জুন) দুপুর সোয়া ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অজিরা।

বৃহস্পতিবার ম্যাচ শেষেই সন্ধ্যায় দেশে ফিরবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া দলটি।

বুধবার বিকেল সাড়ে ৫টায় ম্যাচ ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে সফরকারী অজি দল।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় চলমান বাছাইপর্বে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়া দুইবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল এবং বাংলাদেশকে যথাক্রমে ৪-০ এবং ৫-০ গোলে হারিয়েছিল।

গ্রুপের চার ম্যাচ শেষে পুরো ১২ পয়েন্ট নিয়ে অল জয়ের রেকর্ড নিয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করার পাশাপাশি গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন দুটি জয়, একটি ড্র এবং একটি পরাজয় নিয়ে সাত পয়েন্ট সংগ্রহ করেছে।

দুই ড্র ও দুই পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেবানন। আর ঢাকায় নিজেদের হোম ম্যাচে লেবাননের সাথে ১-১ গোলে ড্র করে চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে আছে বাংলাদেশ।

আগামী ১১ জুন কাতারের দোহার আল সাদ ক্লাব স্টেডিয়ামে 'আই' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এবং বাংলাদেশ সময় রাত ১০টায়।

এর আগে বিশ্বকাপে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অ্যাওয়ে ম্যাচে ০-৭ গোলে পরাজিত হয়, হোম ম্যাচে আরব দেশ লেবাননের সাথে ১-১ গোলে ড্র করে, কুয়েতে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ০-৫ গোলে পরাজিত হয় এবং ঢাকায় হোম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে শেষ মুহূর্তে ০-১ গোলে পরাজিত হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement