২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেসি গোল পেলেও হারল মায়ামি

মেসি গোল পেলেও হারল মায়ামি -

টানা ১০ ম্যাচ জেতার পর অবেশেষে হারল লিওনেল মেসির ইন্টার মায়ামি। হারল তাও এমন প্রতিপক্ষের কাছে যারা সবশেষ ৯ ম্যাচ জিততে পারেনি। সমীকরণ এমন হলেও মাঠের খেলায় তার প্রভাব দেখা গেল না একটুও। সমানে লড়াই চালিয়ে জয় তুলে নিল আটালান্টা ইউনাইটেড।

বৃহস্পতিবার ভোরে মায়ামির মাঠেই তাদের ৩-১ গোলে হারিয়েছে আটালান্টা। ম্যাচের দুই অর্ধে দুই গোল করেন সাবা লবসানিদসে। মাঝে একটি গোল করে ম্যাচে ফেরার আভাস দেন মেসি। তবে ৭৩ মিনিটে জামাল থিয়ারের গোলের পর আর তা করে উঠতে পারেননি মায়ামির খেলোয়াড়রা।

বিশ্রাম শেষে এদিন সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজও ফেরেন মায়ামির একাদশে। তবে কাজের কাজটি করতে পারেননি তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন মেসি, কিন্তু তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর কয়েকটি সুযোগ হাতছাড়া করে আটালান্টাও। প্রধমার্ধের শেষের দিকে গোল করে দলকে এগিয়ে রেখে বিরতিতে যান লবসানিদসে। ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে আবারও পান জালের দেখা। এর ৩ মিনিট পর চিরচেনা বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান কমান মেসি। তবে মিনিট দশেক পর থিয়ারে গোল পাওয়ার পর জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায় আটালান্টার।

এদিন পুরো ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ থিয়াগো আলমাদা। অসাধারণ ড্রিবলিং আর ক্ষিপ্রতায় মায়ামির ডিফেন্ডারদের তটস্থ করে রাখেন আটালান্টার এই অ্যাটাকিং মিডফিল্ডার।

দল জিততে না পারলেও ব্যক্তিগত হিসাব সমৃদ্ধ হয়েছে মেসির। এ নিয়ে লিগের সর্বোচ্চ ১১টি গোল করলেন তিনি। সুয়ারেজও অবশ্যই একই সংখ্যক গোল করেছেন। তবে মেসির নামের পাশে রয়েছে আরও ১২টি অ্যাসিস্ট।

গোল পেয়েও মেসির এই হার ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের পর এই প্রথম। তবে ক্লাব ফুটবলে সেটি আরও দীর্ঘ। বার্সেলোনায় থাকাকালে ২০২১ সালের মে মাসে সেল্তা ভিগোর বিপক্ষে গোল পেয়েও হেরে গিয়েছিল তার দল। তারপর প্যারিস ঘুরে মেজর সকার লিগের (এমএলএস) দ্বিতীয় মৌসুমে এমন হার দেখলেন তিনি।

হেরে গেলেও এমএলএসের ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা সিনসিনাটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল