১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন ক্লান্ত গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা - ছবি : বাসস

টানা চার মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপার জয়ের ঐতিহাসিক রেকর্ডের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা স্বীকার করেছেন এখন তিনি ক্লান্ত। এই ধরনের সাফল্যের পর নতুন কোন উদ্দীপনাও খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন।

ওয়েস্ট হ্যামকে মৌসুমের শেষ ম্যাচে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সাত মৌসুমে ষষ্ঠবারের মত লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে সিটি। ২০১৬ সালে সিটিতে আসার পর গার্দিওলা ম্যানচেস্টারের এই ক্লাবটিকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। গার্দিওলার এই কৃতিত্বের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এ্যালেক্স ফার্গুসন ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন।

২০১৯ সালে সিটি প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ঘরোয়া ট্রেবল প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয় করেছিল। গত বছর নিজেদের এই অর্জনকে আরো ছাড়িয়ে গেছে সিটিজেনরা। ম্যানচেস্টার ইউনাইটেডের ১৯৯৯ সালের রেকর্ড অর্থাৎ একই বছরে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করার রেকর্ড স্পর্শ করেছে সিটি। অতীতে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জনকে পিছনে ফেলে সিটি এখন প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চারবার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করেছে।

আগামী সপ্তাহে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সিটি। এই ম্যাচে জয়ী হতে পারলেও টানা দুইবার ডাবল জয়ের কৃতিত্বও তারা প্রথম দল হিসেবে অর্জণ করবে।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক ম্যানেজার ৫৩ বছর বয়সী গার্দিওলার সাথে ইত্তিহাদ স্টেডিয়ামের আগামী মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে। কিন্তু এখনই তার ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে।

কাল ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে গার্দিওলা বলেছেন,‘বাস্তবতা হচ্ছে এখানে থাকার থেকে বরং ক্লাব ছাড়ার কাছাকাছি আমি পৌঁছে গেছি। এ নিয়ে আট বছর এখানে থাকলাম, নয় বছর হতে চলেছে। এই মুহূর্তে আমার অনুভূতি হচ্ছে আগামী মৌসুমে আমি এখানে থাকতে চাই। আগামী মৌসুমে আমি ক্লাবের সাথে এ বিষয়ে কথা বলবো। একইসাথে খেলোয়াড়দেরও দেখার চেষ্টা করবো।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলাকে প্রশ্ন করা হয়েছিল ইংলিশ ফুটবলে তিনি পরিপূর্ণতা পেয়ে গেছেন কিনা, আর বিদায় নিলে কি অর্জণ তিনি রেখে যাবেন। গার্দিওলা এমন প্রশ্নের উত্তরে বলেন, গত মৌসুমে আমার মধ্যে এই অনুভূতি এসেছিল। ইস্তাম্বুলে আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতেছিলাম তখন বলেছিলাম, সব কিছু শেষ, আমার যা করার ছিল আমি করেছি, এখন আর নতুন করে কিছু করার নেই। কিন্তু আমার সাথে সিটির চুক্তি এখনো বাকি আছে। এখনো আমি এখানকার ক্যারিয়ার উপভোগ করছি। কখনো কখনো কিছুটা ক্লান্তবোধ হয়। কিন্তু তারপরেই আবারো সিটির ভালবাসা আমাকে কাছে টানে। তখন নিজের মনেই বলি, ঠিক আছে, আমি এখানে আছি। একইসাথে আমার মনে হয় কেউই কখনো টানা চার বছর শিরোপা জিততে পারেনি। আমাদের মধ্যে ম্যাচ জেতার অভ্যাস গড়ে উঠেছে, আমরা ভাল ফুটবল খেলছি, ভিন্ন খেলোয়াড়, নতুন খেলোয়াড়দের নিয়ে প্রতি মৌসুমে মাঠে উপস্থিত হচ্ছি। এখন মনে হচ্ছে আর কি বাকি আছে।’

তিনি আরো বলেন, আগামী মৌসুমে কি হবে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল