শঙ্কা সত্যি করে ছিটকেই গেলেন এডারসন
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ১২:৩৪
শঙ্কা আগেই ছিল, এবার তা বাস্তবে রূপ নিলো। কোপা আমেরিকা শেষ এডারসনের। মহাদেশীয় এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান গোলকিপার। ফলে আসর শুরুর আগেই বড়সড় ধাক্কা খেলো ব্রাজিল।
টটেনহ্যামের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চোটে পড়েছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর সাথে ধাক্কা লেগে আই-সকেটে চিড় ধরে তার। যা কাল হয়ে দাঁড়ালো এডারসনের জন্যে।
চোটের কারণে লিগ পর্বের শেষ ম্যাচ খেলা হয়নি এডারসনের। এবার কোপা আমেরিকা থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের নাম্বার ওয়ান এই গোলকিপার।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল। এমনকি তার বিকল্পও খুঁজে নিয়েছে তারা।
ম্যানচেস্টার সিটির এই গোলকিপারের জায়গায় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র কোপা আমেরিকার দলে নিয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েলকে। যদিও এখন বড় দায়িত্ব কাঁধে উঠবে লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকারের। এছাড়াও রয়েছেন অ্যাথলেটিকো প্যারানান্সের বেন্তো।
রাফায়েল ছাড়াও ব্রাজিল দলে যুক্ত হয়েছেন আরো তিনজন ফুটবলার। তারা হলেন যুভেন্তাস ডিফেন্ডার ব্রেমার, আটালান্টা মিডফিল্ডার এডারসন ও পোর্তোর ফরোয়ার্ড পেপে।
এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের অভিযান শুরু হবে ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘ডি’তে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে। মহাদেশীয় প্রতিযোগিতার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ম্যাচ দু’টি হবে যথাক্রমে ৯ ও ১৩ জুন।
ব্রাজিল দল : অ্যালিসন, বেন্তো, রাফায়েল, ব্রেমার, বেরালদো, এদের মিলিতাও, ম্যাগালায়েস, মারকুইনস, দানিলো, ইয়ান কোওতো, গুইলহারমে অ্যারেনা, ওয়েনদেল, আন্দ্রেস পেরেইরা, গিমারেস, এডারসন, ডগলাস লুইজ, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, এন্দরিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, পেপে, রাফিনিয়া, স্যাভিও, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা