মৌসুম শেষে সেভিয়া ছাড়ছেন কোচ কিকে সানচেজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মে ২০২৪, ১৭:০৯
চলতি মৌসুমের শেষে কোচ কিকে সানচেজ ফ্লোরেসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে সেভিয়া। তবে আগে যাবার সিদ্ধান্ত নিলেও এখন ক্লাবেই থাকছেন অধিনায়ক জেসুস নাভাস। রেকর্ড সাতবারের ইউরোপা লিগ বিজয়ী সেভিয়া টেবিলের ১২তম স্থানে রয়েছে।
যদিও ডিসেম্বরে যখন সানচেজ ফ্লোরেস সেভিয়ার দায়িত্ব নিয়েছিলেন তখন লা লিগার ক্লাবটি টেবিলের ১৬তম স্থানে থেকে রেলিগেশন খরায় ভুগছিল।
২০২৫ সালের জুন পর্যন্ত সানচেজ ফ্লোরেসের সাথে সেভিয়ার চুক্তির মেয়াদ ছিল। কিন্তু সেভিয়া প্রধান হোসে মারিয়া ডেল নিডো কারাসকো জানিয়েছেন, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে কোচ তার পদ ছাড়ছেন।
সেভিয়া সভাপতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। ক্লাব খুবই কঠিন পরিস্থিতিতে ছিল। কঠোর পরিশ্রমের মাধ্যমে সানচেজ ফ্লোরেস আজ আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। তার লক্ষ্য পূরণ হয়েছে, যদিও আমাদের বলতেই হবে সময়টা অনেক কঠিন ছিল।’
সভাপতি আরো জানিয়েছেন, অধিনায়ক নাভাসকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। ৩৮ বছর বয়সী স্প্যানিশ এই অভিজ্ঞ ডিফেন্ডার দ্রুতই নিশ্চিত করেছেন ক্লাবের প্রতি ভালবাসা থেকেই তিনি ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানেই থাকতে চান। এর আগে, বৃহস্পতিবার সেভিয়া ঘোষণা দিয়েছিল তাদের রেকর্ড ম্যাচ খেলা নাভাস মৌসুমের শেষে বিদায় নিচ্ছেন।
এর পর অবশ্য সেভিয়ার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাভাস জানিয়েছেন, জুনে শেষ হয়ে যাওয়া চুক্তি নবায়নের বিষয়ে তিনি ক্লাবের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব পাননি। অন্য কোনো ক্লাবে খেলার প্রস্তাব পাবার বিষয়টিও উড়িয়ে দেন নাভাস। এ সময় তিনি বলেছিলেন ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপে সুযোগ পেলে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন দেশের হয়ে ভালো কিছু করার।
সেভিয়া সভাপতি বলেন, ‘এখানে অবশ্যই কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। আমি এর দায়িত্ব নিয়েছি। কারণ আমি জানি সেভিয়ার জন্য জেসুস কতটা কষ্ট করেছে। আমি যদি জেসুসের সাথে কমপক্ষে এক মিনিটের জন্য বসি তবে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। এই মুহূর্ত থেকে আমি তাকে আজীবনের জন্য চুক্তি প্রস্তাব দিচ্ছি। যতদিন খুশি সে সেভিয়ায় খেলবে এবং অবসরের পর সে এখানে যেকোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারবো। কারণ তিনি যতদিন চান সেভিয়ায় থাকার যোগ্যতা তার আছে।’
এর পরই দ্রুত সেভিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আরো কিছুদিন নাভাস এখানে খেলতে রাজি হয়েছেন।
এ সম্পর্কে নাভাস বলেন, ‘সভাপতি যখন আমাকে প্রস্তাব দিয়েছে আমি আর এক সেকেন্ড দেরি করিনি। অবশ্যই আমি এখানে থেকেই অবসরে যেতে চাই। এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে অবসরের পরেও এখানে কোনো কিছুর সাথে যুক্ত থাকতে চাই।’
নাভাস আরো ইঙ্গিত দিয়েছেন, অবসরের আগে ডিসেম্বর পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে চান। এ সময় পর্যন্ত তিনি যা বেতন পাবেন তার পুরোটাই দাতব্য সংস্থায় দান করা হবে।
সূত্র : বাসস/এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা