১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন

অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন - সংগৃহীত

অবিশ্বাস্য রেকর্ডটা গড়েই ফেলল লেভারকুসেন। কোনো ম্যাচ না হেরেই শেষ করলো মৌসুম। বুন্দেসলিগায় অপরাজেয় তারা, হারেনি ৩০ ম্যাচের একটাতেও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে বিরল এই কীর্তি ঘটলো চতুর্থবারের মতো। একবিংশ শতাব্দীতে তৃতীয়।

শনিবার (১৮ মে) বুন্দেসলিগার শেষ দিনে মাঠে নেমেছিল লিগের ১৮টি দল। তবে আগেই শিরোপা নিশ্চিত করা বেয়ার লেভারকুসেনের এদিন দাঁড়িয়ে ছিল দারুণ এক রেকর্ডের সামনে। অপরাজিত থেকে মৌসুম শেষ করার সুযোগ ছিল তাদের।

সুযোগ কাজে লাগিয়েছে এই মৌসুমে বিস্ময়ের জন্ম দেয়া লেভারকুসেন। অগসবুর্গকে ২-১ গোলে হারিয়ে কোনো ম্যাচ না হেরেই মৌসুম শেষ করেছে তারা। ম্যাচ শেষে বুঝে পায় বুন্দেসলিগা ট্রফিও, যা নিয়ে স্টেডিয়াম জুড়ে তৈরী হয় এক আবেগঘন দৃশ্য।

প্রথমবারের মতো বুন্দেসলিগা জেতা লেভারকুসেন মৌসুমে ৩৪ ম্যাচের ২৮টিতে জয় ও ড্র করে ৬টিতে। এ ছাড়া সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুসেনের অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ তে! ইউরোপের শীর্ষ লিগে এমন রেকর্ড আর কোনো ক্লাবের নেই।

এদিন অগসবুর্গের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়েছে যায় লেভারকুসেন। গোল করে গ্যালারি মাতিয়ে তোলেন ভিক্টর বোনিফেস। আমিনে আদিলের কাছ থেকে পাওয়া বল বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে জালে জড়ান তিনি।

এর ১৪ মিনিট পর চলে আসে দ্বিতীয় গোলও। কর্নার থেকে পাওয়া বল গোলমুখে দাঁড়িয়ে ডান পায়ের শটে ২–০ করেন রবার্ট আনদ্রিখ। তবে ৬২ মিনিটে অগসবুর্গের হয়ে এক গোল শোধ করেন মার্ট কোমুর। তবে তা লেভারকুসেনের অপরাজেয় যাত্রায় বাধা হতে পারেনি।

বুন্দেসলিগায় টানা ১১ মৌসুম চ্যাম্পিয়ন হওয়া বায়ার্ন মিউনিখ এবার রানারআপও হতে পারেনি, লিগের শেষ ম্যাচে তারা হফেনহেইমের কাছে ৪-২ গোলে হেরে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে তারা। ৭২ পয়েন্ট বায়ার্নের। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ভিএফবি স্টুটগার্ট। চ্যাম্পিয়ন লেভারকুসেনের সংগ্রহ ৯০ পয়েন্ট।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল