০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

টাচেলকে আগামী মৌসুমেও দলে রাখার চেষ্টা করবে বায়ার্ন

- ছবি : সংগৃহীত

বেশ কয়েকজন দলে নেবার চেষ্টা ব্যর্থ হবার পর বায়ার্ন মিউনিখ আগামী মৌসুমের জন্য বর্তমান কোচ থমাস টাচেলকে বহাল রাখার বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে সূত্র মতে জানা গেছে।

এ মৌসুমের শেষে পারষ্পরিক বোঝাপড়ার মাধ্যমে টাচেলের দল ছাড়ার বিষয়টি গত ফেব্রুয়ারিতে নিশ্চিত করা হয়। কিন্তু বায়ার্ন যা ভেবেছিল তার থেকেও টাচেলের উত্তরসূরি খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

জার্মান মিডিয়া আউটলেড কিকার ম্যাগাজিন, ট্যাবলয়ে দ্য বিল্ড ও স্কাই টিভির রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, ক্লাবের দুই স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল ও ক্রিস্টোফ ফ্রেয়ান্ড ইতোমধ্যেই টাচেলের সাথে ফেব্রুয়ারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছেন।

যদিও টাচেলকে স্বপদে বহাল রাখার জন্য বেশ কিছু সমস্যা বায়ার্নকে আগে কাটিয়ে উঠতে হবে। বায়ার্নের সাথে ঘনিষ্টভাবে সম্পকৃত সাবেক সভাপতি উলি হোয়েনেস রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে টাচেলের কড়া সমালোচনা করেছিলেন। ওই সময়ই টাচেলকে অপসারনের দাবি জানিয়ছেন হোয়েনেস।

যদিও বায়ার্নের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসো ও লিভারপুলের জার্গেন ক্লপ। আলোনসো ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি এই মৌসুমেও লেভারকুসেনেই থাকছেন। আর ক্লপ জানিয়েছেন লিভারপুল ছাড়ার পর কমপক্ষে এক বছর তিনি বিশ্রাম নিতে চান। এ কারণেই টাচেলের বিষয়টি আবারো আলোচনায় উঠে এসেছে।

টাচেলের সাথে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত ছিল। স্কাই স্পোর্টস জানিয়েছে, ৫০ বছর বয়সী টাচেলও বায়ার্নে থেকে যাবার বিষটি নিয়ে চিন্তা করছেন। বুধবার টাচেলের অ্যাজেন্ট ওলাফ মেইনকিংয়ের সাথে ক্লাবের অফিসে দুই পরিচালক ও চেয়ারম্যান ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেনের আলোচনার একটি ছবিও প্রকাশ করেছে বিল্ড।

এ দিকে, বায়ার্নের খেলোয়াড়রাও আগামী মৌসুমের জন্য কোচ হিসেবে টাচেলকেই চায়। অভিজ্ঞ দুই তারকা থমাস মুলার ও ম্যানুয়েল নয়্যার টাচেলের পক্ষে কথা বলেছেন, এমনকি দুই ইংলিশ তারকা হ্যারি কেন ও এরিক ডায়ারও টাচেলের পক্ষে আছেন। অনেক সমর্থকই টাচেলকে দায়িত্বে রাখার ক্ষেত্রে ক্লাবের কাছে আবেদন জানিয়েছে।

২০১২ সালের পর এই প্রথমবারের মতো কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে বায়ার্ন। তারপরও টাচেলের অধীনে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে। যদিও সেখানে তাদের ইউরোপিয়ান হেভিওয়েট রিয়াল মাদ্রিদের কাছে ৪-৩ ব্যবধানে পিছিয়ে বিদায় নিতে হয়।

টাচেলের স্থানে বায়ার্ন আলোনসোকেই পছন্দ করেছিল। কিন্তু বুন্দেসলিগা শিরোপা জেতার পর আলোসনো লেভারকুসেনেই থাকার সিদ্ধান্ত নেন। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় লেভারকুসেন টানা ৫০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। জার্মান কাপ ও ইউরোপা কাপে ফাইনালেও পৌঁছে গেছে।

এছাড়া অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিকের ব্যপারে আত্মবিশ্বাসী ছিল বায়ার্ন। কিন্তু তিনিও শেষ পর্যন্ত বেভারিয়ান্স ক্লাবে আসতে অস্বীকৃতি জানান। সাবেক বায়ার্ন কোচ জুলিয়ান নাগলেসম্যান জার্মান জাতীয় দলের সাথে চুক্তি নবায়ন করেছেন। উনাই এমেরি এ্যাস্টন ভিলায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। উল্ফসবার্গের সাবেক কোচ অলিভার গ্লাসনারকে প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস থেকে ও স্পেন, রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার সাবেক কোচ জুলেন লোপেতেগুইকে আনতে ব্যর্থ হয়েছে বায়ার্ন।

সাবেক জার্মান কোচ হান্সি ফ্লিক ও ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগকে নিয়ে আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে টাচেলকে পুনর্বহালের সাম্প্রতিক গুঞ্জন অন্য সব আলোচনাকেই ফিকে করে দিয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

সকল