১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির

- ছবি : সংগৃহীত

মেজর সকার লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর সেই ধারায় ছেদ পড়েছে ইন্টার মায়ামির। অরল্যান্ডো সিটির বিপক্ষে কোনোরকমে ড্র করে হার এড়িয়েছে তারা।

বৃহস্পতিবার সকালে অরল্যান্ডোর মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এদিন চোটের কারণে দলের সাথে ছিলেন না লিওনেল মেসি।

গত শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে খেলতে নেমে পায়ে চোট পান আর্জেন্টাইন সুপারস্টার। দলের পক্ষ থেকে ‘আঘাত খুব বেশি গুরুতর নয়’ বলে শুরুতে জানানো হলেও বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাকে অরল্যান্ডোর বিপক্ষে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি।

ম্যাচের শুরুতে অবশ্য মেসির অনুপস্থিতি বুঝতে দেননি লুইস সুয়ারেস ও রবার্ট টেইলর। কয়েকবারের মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষে রক্ষণ কাঁপিয়ে দেন তারা। কিন্তু অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গাইয়েসের নৈপুণ্যে জালের দেখা পাচ্ছিল না মায়ামি। সময়ের সাথে সাথে মায়ামির আক্রমণের সেই ধার ক্রমেই মিলিয়ে গেছে।

অন্যদিকে, মায়ামির আক্রমণ সামলে প্রতি আক্রমণে যায় অরল্যান্ডোর খেলোয়াড়রা। শেষ পর্যন্ত গোল পোস্টের সামনে ড্রেক ক্যালেন্ডারের দৃঢ়তায় ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন সুয়ারেস-বুসকেটসরা।

অরল্যান্ডোর কমপক্ষে তিনটি নিশ্চিত গোল দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ক্যালেন্ডার। অন্যদিকে, অরল্যান্ডোর গাইয়েসেও তার দলকে তিনবার বাঁচিয়েছেন।

এদিন ম্যাচের নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও কাজের কাজটা সারতে পারেনি মায়ামির আক্রমণভাগ। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখেও গোলে তাদের শট ছিল মাত্র সাতটি। অন্যদিকে, যখনই সুযোগ পেয়েছে তখনই গোল পাওয়ার চেষ্টা করেছে অরল্যান্ডো সিটি। পুরো ম্যাচে ১৪ বার গোলে শট নেয় তারা।

চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার গোল পেতে বঞ্চিত হলো মায়ামি। তবে লিগে তাদের অপরাজেয় যাত্রা অব্যাহত থাকল আট ম্যাচে।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সিনসিনাটি সিটি। ফলে পরের ম্যাচে জয় পেলে শীর্ষস্থান দখল করা সুযোগ রয়েছে তাদের সামনে। আর ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে অরল্যান্ডো।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির

সকল