১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোল উৎসবে রিয়ালের শিরোপা উদযাপন

গোল উৎসবে রিয়ালের শিরোপা উদযাপন - ছবি : সংগৃহীত

গোল উৎসব করেই বার্নাব্যুতে শিরোপা উদযাপন করল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ আলাভেসকে ভাসাল গোলের বন্যায়। মঙ্গলবার রাতে আলাভেসকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। গড়েছে বিরল এক রেকর্ডও। সব মিলিয়ে সুখের একটা রাত ছিল রিয়াল মাদ্রিদের।

শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই। গত রোববার ছাদখোলা বাসে হয়ে গেছে আনুষ্ঠানিক উদযাপনও। তবে তখনও ‘নিয়মরক্ষার’ চার ম্যাচ বাকি রিয়াল মাদ্রিদের। যার প্রথমটায় গতরাতে আলাভেসের মুখোমুখি হয় লস ব্লাঙ্কোজরা। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে তারা।

বিশাল জয় পেলেও রক্ষণের দূর্বলতায় বেশ ভুগতে হয়েছে রিয়ালকে। তবে গোলবার অক্ষত রাখায় দুর্দান্ত পারদর্শিতা দেখিয়েছেন থিবো কোর্তোয়া। আলাভেসের একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন তিনি, গড়েছেন বড় কীর্তিও। ২০০৮ সালের পর প্রথম গোলরক্ষক হিসেবে এক ম্যাচে ১০ বা এর বেশি সেভ করলেন তিনি।

যা শুরু হয় দ্বিতীয় মিনিট থেকেই। শুরুতেই ডাবল সেভে জাল অক্ষত রাখেন কোর্তোয়া। কাছ থেকে আলাভেসের তরুণ ফরোয়ার্ড সামু ওমোরোদিওনের পরপর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন তিনি। বিপরীতে ঘরের মাঠে ১০ মিনিটে এগিয়ে যায় রিয়াল।

টনি ক্রুসের ক্রস ধরে দারুণ ভলিতে গোল করেন বেলিংহ্যাম, বল পোস্টে লেগে জালে জড়ায়। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিউস। বেলিংহ্যামের পাস ধরে এদুয়ার্দো কামাভিঙ্গা বল ঠেলে দেন বক্সের মুখে, জায়গায় দাঁড়িয়ে যা লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি ভিনিসিউসের।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন ভালভের্দে। বেলিংহ্যামের পাস ধরে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই ফুটবলার। মাঝে ইয়ানিসের শট ঝাঁপিয়ে কোর্তোয়া ব্যর্থ করে দিলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর ৫৬ ও ৫৭তম মিনিটে আরও দুটি সেভ করেন কোর্তোয়া। বিপরীতে ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরো বাড়ান ভিনিসিউস। এই গোলেও সহায়তা করেন বেলিংহাম।

৮১তম মিনিটে আলাভেসের জালে পঞ্চম পেরেক ঢুকে দেন গিলের। রদ্রিগোর নেয়া শট রক্ষণে প্রতিহত হলে ফিরতি বল পেয়ে যান তিনি। যা জালে জড়াতে সমস্যা হয়নি তার।


আরো সংবাদ



premium cement