০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

শিরোপার আরো কাছে ম্যানসিটি

শিরোপার আরো কাছে ম্যানসিটি - ছবি : সংগৃহীত

শিরোপার আরো কাছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন হবার পথে এগিয়েছে আরো একধাপ। টটেনহামকে উড়িয়ে দিয়ে হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে তারা। এবার কেবল শেষ ম্যাচে ওয়েস্টহামকে হারালেই গড়বে ইতিহাস, টানা চতুর্থবারের মতো দখলে নেবে ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্বের সিংহাসন।

শিরোপা জয়ের পথে ম্যানচেস্টার সিটির বড় বাধা ছিল টটেনহ্যাম হটস্পার। তবে আর্লিং হলান্ডের জোড়া গোলে সেই বাধা ভালোভাবেই উতরে গিয়েছে পেপ গার্দিওলার দল। মঙ্গলবার রাতে টানটান লড়াই শেষে টটেনহামের ঘরের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানসিটি।

২০১৯ সাল থেকে টটেনহামের ঘরের মাঠে কোনো ম্যাচ জিততে পারেনি সিটি। তাই বাড়তি একটা চাপ ছিল কেভিন ডি ব্রুইনাদের উপর। এমনকি একটি গোলও ছিল না তাদের। অপ্রতিরোধ্য সিটিকে গতরাতেও ছেড়ে কথা বলেনি টটেনহাম। আটকে রেখেছিল প্রথমার্ধ জুড়ে। বেশ কয়েকটি আক্রমণ সাজালেও তা থেকে গোল আসেনি।

৫ বছরে গোলখরা কাটে ম্যাচের ৫২তম মিনিটে। কেভিন ডি ব্রুইনার গোলমুখে বাড়ানো বল শুধু মাত্র পায়ের টোকায় জালে জড়ান হলান্ড। নিয়ন্ত্রণ ফিরে পায় ম্যাচের।

এদিকে ৬২তম মিনিটে ঘটে এক অঘটন। একটি আক্রমণ রুখতে ঝাঁপিয়ে বল নিয়ন্ত্রণে নিয়েছিলেন এডারসন, ঠিক একই সময়ে শট নেওয়ার চেষ্টা করেন ক্রিস্তিয়ান রোমেরো, এতে মুখে আঘাত পান ব্রাজিলিয়ান গোলরক্ষক। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে তুলে নেন কোচ।

বদলি নামান স্টেফান ওর্টেগাকে। দারুণ পারফরম্যান্স ছিল এই গোলরক্ষকেরও। ৮০তম মিনিটে দুরূহ কোণ থেকে দেইয়ান কুলুসেভস্কির শট রুখে দেন ওর্টেগা। ছয় মিনিট পর সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করেন হিউং-মিন। দারুণ নৈপুণ্যে বল আটকে দেন সিটি গোলরক্ষক।

যোগ করা সময়ে সিটি তাদের দ্বিতীয় গোলও পেয়ে যায়। জেরেমি ডকুকে বক্সের ভেতর পেদ্রো পোরো ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। যা কাজে লাগাতে ভুল হয়নি হলান্ডের। জোরালো শটে জড়ান জালে। লিগে যা তার ২৭তম গোল। এই গোলের পর নিশ্চিত হয় সিটির জয়ও।

মাঠে ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যাম খেললেও এই ম্যাচের দিকে নজর ছিল আর্সেনালেরও। সিটি পয়েন্ট হারালেই যে দরজা খুলে যেত আর্সেনালের। তবে আপাতত তাদের অপেক্ষা বেড়েছে। নিজেদের শেষ ম্যাচে সিটি হারলে কিংবা ড্র করলে শিরোপা জেতার সম্ভাবনা থাকবে গানারদের।

৩৭ ম্যাচে ২৭ জয় ও সাত ড্রয়ে ৮৮ পয়েন্ট ম্যানচেস্টার সিটির। সমান ম্যাচে ২ পয়েন্টে পিছিয়ে আর্সেনাল।

 


আরো সংবাদ



premium cement
‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

সকল