ইউরো বাছাইয়ে পর্তুগালের টানা ১০ জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২৩, ২২:২৬
শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ইউরো ২০২৪ বাছাইপর্ব শেষ করেছে পর্তুগাল। রোববার অনুষ্ঠিত গ্রুপ ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এর আগে জার্মানিতে অনুষ্ঠিতব্য আগামী বছরের টুর্নামেন্টের আসন নিশ্চিত করেছে সার্বিয়া। এদিকে বছাইপর্বের আরেক ম্যাচে বেলজিয়ামের হয়ে চার গোল করেছেন রোমেলো লুকাকু।
রোববার অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেস এবং রিকার্ডো হোর্তা দুটি করে গোল করলেও স্কোরশিটে নেই সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সবকটিতেই জয় নিশ্চিত করেছে পর্তুগাল।
রোনালদোর ক্যারিয়ারের শেষ এই শীর্ষ টুর্নামেন্টে এবার শিরোপা ফেভারিট হিসেবেই মাঠে নামবে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। এদিন জেনিসায় বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়ায় পর্তুগালের সাথে আট পয়েন্টে পিছিয়ে থেকেও দ্বিতীয়স্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে স্লোভাকিয়া। লিখটেনস্টেইনের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়ায় আরো ৫ পয়েন্টে পিছিয়ে থাকা লুক্সেবার্গ প্লে অফে খেলার সুযোগ নিশ্চিত করেছে।
এদিকে রোববার অনুষ্ঠিত ইউরো বাছাইপর্বের অন্য আরেক ম্যাচে বুলগেরিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে সার্বিয়া। তবে এর আগে চারবার টুর্নামেন্টের মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়া এই দলটি এবার ঠিকই পেয়ে গেছে জার্মানির টিকিট। ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান নিয়েই বাছাইপর্ব শেষ করেছে তারা। এই গ্রুপের শীর্ষস্থানে রয়েছে হাঙ্গেরি।
সার্বিয়ার কোচ ড্রাগান স্টোজকোভিচ বলেন, ‘খেলোয়াড়রা হাল ছেড়ে না দেয়ার মানসিকতা দেখিয়েছে এবং নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল। এটি সার্বিয়ান ফুটবলের জন্য একটি বড় দিন। অবশেষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সার্বিয়া। আমি আমার ছেলেদের অভিনন্দন জানাই, যারা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং বিশ্বাস রেখেছে। আমরা খুশি এবং সন্তুষ্ট।’
রোববার অনুষ্ঠিত বাছাইপর্বের আরেক ম্যাচে আজারবাইজানের বিপক্ষে একাই ৪ গোল করেছেন বেলজিয়ান তারকা লুকাকু। ম্যাচে ৫-০ গোলে জয় পায় তার দল। এই চার গোলে বেলজিয়ামের হয়ে নিজের আন্তর্জাতিক গোলের রেকর্ডটিও বাড়িয়ে নিয়েছেন রোমার এই স্ট্রাইকার। এই নিয়ে ৮৩ গোলের মালিক হয়েছেন তিনি। এদিন ব্রাসেলসে অনুষ্ঠিত ম্যাচে নিজের সবকটি গোলই তিনি করেছেন প্রথমার্ধে।
১৭ মিনিটে জেরেমি ডকুর ক্রসের বল প্রতিপক্ষের জালে জড়িয়ে গোলের খাতা খোলেন লুকাকু। এর সাত মিনিট পর ইডি ইসরাফিলভ দ্বিতীয় হুলদ কার্ড নিয়ে মাঠ ছাড়লে ১০ খেলোয়াড় নিয়ে রীতিমতো সংগ্রামের মধ্যে পড়ে যায় আজেরিসরা। এরপর ২৬, ৩০ ও ৩৭ মিনিটে আরো তিন গোল করেন লুকাকু। বেলজিয়ামের হয়ে ৯০ মিনিটে পঞ্চম গোলটি করেছেন লিয়ান্দ্রো ট্রসার্ড।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা