চকবাজার কিংসের লক্ষ্য বিসিএল-মহিলা লিগ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ আগস্ট ২০২৩, ২২:৪৪
চকবাজার কিংসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য টিপু সুলতান বলেছেন, ‘আমরা তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি। এখন লক্ষ্য আগামীবার দ্বিতীয় বিভাগ লিগেও শিরোপা জেতা। একই সাথে আমাদের টার্গেট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেলা। যদি বাফুফে আমাদের অনুমিত দেয় তাহলে বিসিএলে দল গঠন করব।’
বুধবার (২৩ আগস্ট) বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগ লিগে শিরোপা জয়ের পর তিনি এ কথা বলেন।
টিপু সুলতান বিপিএল ক্লাব রহমতগঞ্জ মুসিলম ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক। পাইওনিয়ারে তার নামেই আছে টিপু সুলতান স্পোটিং ক্লাব। এছাড়া রহমতগঞ্জ এলাকার তৃতীয় বিভাগের অপর দল দি মুসলিম ইনস্টিটিউটেরও সহ-সভাপতি। তবে এখানেই থেমে থাকতে চান না টিপু। লক্ষ্য ক্লাব ফুটবলে আরো উপরে উঠা।
টিপু যোগ করেন, ‘আমাকে মহিলা দল গড়তে অনুরোধ করা হয়েছিল। ফ্রাঞ্চাইজি লিগে মহিলা দল গড়া বেশ কঠিন অনেক বড় বাজেটের বিষয়। তবে আগামীতে মহিলা লিগে অংশ নেয়ার ইচ্ছে আছে।’
শিরোপা জয়ের পর চকবাজার কিংসের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ভাই আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনা যেমন চ্যাম্পিয়ন হয়েছিল। আমরাও এবারের লিগের প্রথম ম্যাচে এফসি ব্রাহ্মনবাড়িয়ার কাছে হেরেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন।’
চকবাজার কিংসের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছিল আরো আগেই। বুধবার ছিল লিগের শেষ ম্যাচে ট্রফি প্রদান অনুষ্ঠান। এর জন্য চকবাজার কিংস ঘোড়ার গাড়ি আর ব্যান্ডপার্টি নিয়ে মাঠে হাজির হয়। এমন ম্যাচে তাদের না জেতাটা বেমানান। তাই ট্রফি নিয়ে উল্লাস করার আগে বড় জয়ই নিশ্চিত করেছে তারা। কমলাপুর স্টেডিয়ামে ৪-০ গোলে গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মুন্সীগঞ্জকে হারিয়ে দ্বিতীয় বিভাগে উঠার আনন্দ করে।
বুধবার একই সাথে রানারআপ ইলিয়াস আহমেদ স্মৃতি সংসদকেও ট্রফি দেয়া হয়। ট্রফি দেয়া হয় ১১ গোল দিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়া চকবাজার কিংসের আবির এবং দি মুসলিম ইনস্টিটিউটের তামিম হোসেন রিফাত। ১৪ খেলায় ৩৭ পয়েন্ট চকবাজারের। ইলিয়াস স্মৃতির সংগ্রহ ৩০ পয়েন্ট।
এদিন চকবাজারের হয়ে আবির দুটি এবং জেফাত ও রাহি একটি করে গোল করেন। অন্য ম্যাচে রেইনবো অ্যাথলেটিক ক্লাব ৩-২ গোলে হারিয়েছে টাঙ্গাইল ফুটবল অ্যাকাডেমিকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা