২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেশন্স কাপে অংশ নিতে আগামীকাল ফ্রান্স যাচ্ছে বিএলএফসি

নেশন্স কাপে অংশ নিতে আগামীকাল ফ্রান্স যাচ্ছে বিএলএফসি - ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে গঠিত বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি) নেশন্স কাপ ফুটবলে অংশ নিতে আগামীকাল শুক্রবার রাতে ফ্রান্স -এর সেইন্ট ট্রোপেজ যাচ্ছেন। বিশ্বের প্রায় ৪৩ টি দেশের আইনজীবীরা এই ফুটবল উৎসবে অংশ নিবেন।

এই লক্ষ্যে গত ২৮ এপ্রিল থেকে ৫ মে বিএলএফসি কক্সবাজারে এক কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছিল। এখন তাদের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে প্রতি উইক এন্ডে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলছে। দলের অধিনায়ক সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।

এছাড়া দলে রয়েছেন- সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক, সহকারী অ্যাটর্নি জেনারেল শোফিকুজ্জামান রানা ও বিনয় কুমার ঘোষ, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিকেএসপির সাবেক ফুটবলার অ্যাডভোকেট সেলিম, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রানা, চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ড কমিশনার অ্যাডভোকেট নাজমুল হক ডিউক, কক্সবাজার বারের সাবেক সহ-সম্পাদক শাহাবউদ্দিন, অ্যাডভোকেট রাজু, কুষ্টিয়া কোর্টের এপিপি অ্যাডভোকেট রাজীব, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট সোহাগ ফকির, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সানাউল ইসলাম প্রমুখ।

দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন বিকেএসপি’র সাবেক ফুটবলার অ্যাডভোকেট মাহফুজুর রহমান। ম্যানেজার হিসেবে আছেন অ্যাডভোকেটড শাহবাজ হোসেন খান মিল্টন।

সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ জানান, এই দলটি গতবছর মরক্কোর মারাকেশে আয়োজিত আইনজীবীদের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের ২০তম আসরে অংশ নিয়েছিল। সুপ্রিম কোর্ট বারে আয়োজিত আইনজীবীদের ফুটবল টুর্নামেন্টে বিএলএফসি টানা দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনেকটা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ও খরচেই তারা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দেশের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও উদ্যোক্তারা পৃষ্ঠপোষকতায় এগিয়ে এলে আইনজীবীদের এই দলটি আরো শক্তিশালী ও গোছালো হয়ে এসব টুর্নামেন্টে অংশ নিয়ে দেশের পতাকা ও ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতে পারবে বলে তারা আশা করেন।


আরো সংবাদ



premium cement
শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল

সকল