০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

এল সালভাদরে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৯, আহত শতাধিক

- ছবি - ইন্টারনেট

এল সালভাদরে ঘটে গেল নৃশংস এক ঘটনা। পথে-ঘাটে নয়, রক্তপাত হলো রাজধানী সান সালভাদোরের একটি ফুটবল স্টেডিয়ামে। সেখানে ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের ভিড় আর হুড়োহুড়িতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্টেডিয়াম। পদদলিত হয়ে মারা গেছে নয়জন। আহত হয়েছে শতাধিক।

রোববার (২১ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সালভাদরের রাজধানীতে একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নারীসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দু’জন নারী। জানা গেছে, নিহতদের সবার বয়সই ১৮ বছরের বেশি। তাছাড়া আহতদের সংখ্যাও তিন অংকের ঘর ছুঁয়েছে।

বিবিসি বলছে, আলিয়াজনা ও ফাসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই পদদলনের ঘটনা ঘটে। ঘটনার তীব্রতায় ১০ মিনিট পর ম্যাচটিও স্থগিত করা হয়। মূলত গেট বন্ধ হওয়ার পরও বিপুল সংখ্যক ফুটবল ভক্ত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হয়ে এই প্রাণহানি ঘটে।

ন্যাশনাল সিভিল পুলিশ টুইটারের মাধ্যমে প্রাথমিক রিপোর্টে নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যেখানে বলা হয়, শতাধিক আহতদের মাঝে দু’জনের অবস্থা সংকটাপন্ন, তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

এল সালভাদর ফুটবলের প্রথম বিভাগের প্রেসিডেন্ট পেদ্রো হার্নান্দেজ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী স্টেডিয়ামের একটি গেট দিয়ে ঢোকার সময় ধাক্কাধাক্কি করতে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।’

তবে দায়ীদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। টুইটারে তিনি বলেন, ‘যারাই দায়ী হোক, তাদের ছাড়া হবে না।’


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল