০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

স্কটল্যান্ডের কাছে স্পেনের হার

স্কটল্যান্ডের কাছে স্পেনের হার - ছবি : সংগৃহীত

এক ম্যাচ পর আবারো হারের স্বাদ পেল স্পেন, আবারো জয় হলো হাতছাড়া৷ নতুন শুরুর ঘোষণা দিয়েও যেন আগের রূপে ফিরে গেল তারা। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাকটোমিনের জোড়া গোলে তারা হেরে গেছে ২-০ গোলে। ১৯৮৪ সালের পর এই প্রথম স্প্যানিশদের হারের তিক্ত স্বাদ উপহার দিলো স্কটল্যান্ড।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্কটিশরা, নিজেদের ডি-বক্সের পাশে পিছলে পড়ে যান স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরো। সেই সুযোগে বল ধরে কাটব্যাক করেন অ্যান্ড্রু রবার্টসন। আর জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যাকটমিনে।

দ্বিতীয় গোল আসে ৫১তম মিনিটে। ব্যবধান দ্বিগুণ করেন সেই ম্যাকটমিনে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বক্সের বাইরে শট নেন কিয়েরান টিয়েরনি। বল স্প্যানিশ ডিফেন্ডার দাভিদ গার্সিয়ার গায়ে লেগে চলে যায় ম্যাকটমিনের পায়ে। ভুল করেননি তিনি, গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ান জালে।

অবশ্য বল দখলে পুরোটা সময় জুড়েই আধিপত্য ছিল স্পেনের। ৭৫ শতাংশেরও বেশি সময় বল পায়ে ছিল তাদের; কিন্তু প্রতিপক্ষকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি তারা, করতে পারেনি জোরদার কোনো আক্রমণ। শেষ পর্যন্তও তাই ৩৯ বছর পর স্কটিশদের বিপক্ষে হারের তেতো স্বাদ সঙ্গী হয় ২০১০ বিশ্বকাপ জয়ীদেএ।

এদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে ইউরো বাছাইপর্বে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। সমান মাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন।


আরো সংবাদ



premium cement
আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১ আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’ গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে বিশ্ব নেতাদের সম্মান করা উচিত : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি দূত বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু তাপমাত্রা বাড়তে পারে দুদকের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত

সকল