০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ

মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ - ছবি : সংগৃহীত

আবারো অসাধারণ এক পারফর্মেন্স প্রদর্শন করেছে পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি। আজ পিছিয়ে পড়েও ফেডারেশন কাপের সেমি-ফাইনালে দশজনের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এই জয়ে আগামী রোববার ফাইনালে খেলবে রহমতগঞ্জ।

বৃহস্পতিবার কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের প্রথম সেমি-ফাইনালে পিছিয়ে পড়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। বিজয়ী দলের হয়ে বিরতির পর দুই গোল করেন যথাক্রমে ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ টেট্টি ও নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে ‘ফেভারিট’ মোহামেডানকে এগিয়ে দেন ডিফেন্ডার রাজিব হোসেন। বিরতি পর্যন্ত ওই লিড ধরে রেখেছিল কালো সাদা জার্সির দলটি। বিরতির পর গোল পরিশোধে বেপরোয়া হয়ে উঠে রহমতগঞ্জ। ম্যাচের ৭৮তম মিনিটে প্রাণপণ লড়াইয়ের পর গোল পায় তারা। গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন ফিলিপ।

এর পর ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল তখনই ফের সফরতা পায় রহমতগঞ্জ। দলের হয়ে অতিরিক্ত সময়ে (৯০+১) দ্বিতীয় ও জয়সূচক গোল করেন সানডে। এরপর রেফারি জালালুদ্দিন দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ডিফেন্ডার জাসমিনকে মাঠের বাইরে পাঠালে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান।

অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন রহমতগঞ্জের ফরোয়ার্ড ফিলিপ আদজাহ টেট্টি।

এর আগে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল মতিঝিলের ক্লাব মোহামেডান। অপরদিকে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে রহমতগঞ্জ।


আরো সংবাদ



premium cement
ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আটক বিশ্বের ৩ সেরা খেলোয়াড়ের একজন হবেন সাইম আইয়ুব : ফখর সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে : ভিপি নুর টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম : রিশাদ দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আশিকের লাশ উত্তোলন জুনে ব্রাজিলে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ প্রদর্শনী সিংড়ায় যুবলীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে তারেক রহমান সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল, সম্পাদক নিরব

সকল