ব্রাজিলকে থামাল ইকুয়েডর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুন ২০২১, ০৬:২০
চলমান কোপা আমেরিকায় ছিল টানা তিন জয়। সব মিলিয়ে টানা দশ জয়। তবে অবশেষে থামতে হলো ব্রাজিলকে। শেষ পর্যন্ত ইকুয়েডর করল কাজটি।
কোপা আমেরিকা ফুটবলে সোমবার ভোরে বি গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। টানা তিন জয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল নেইমাররা। ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে নাম লেখালো দলটি। ব্রাজিলকে রুখে দিয়ে নক আউট পর্বে চলে এসেছে ইকুয়েডরও।
বি গ্রুপে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে ব্রাজিল। ভেনিজুয়েলাকে হারিয়ে গ্রুপ রানার্স আপ পেরু (১-০)। চার ম্যাচে দুই জয় একটি করে হার ও ড্র, পয়েন্ট সাত।
৪ ও ৩ পয়েন্ট নিয়েও পরের রাউন্ডে উঠে গেছে কলম্বিয়া ও ইকুয়েডর। ৪ ম্যাচে দুটি ড্র ও দুই হারে মাত্র ২ পয়েন্ট পাওয়া ভেনিজুয়েলার বিদায় ঘটেছে।
ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে একুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল। নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে ইকুয়েডর লড়াই করে সমানে-সমান। প্রথম ২৫ মিনিটে গোলের জন্য নেয় চারটি শট। তবে সেভাবে আলিসন বেকারকে ভাবাতে পারেনি দলটি।
১০ মিনিটে ৪০ গজ দূর থেকে আচমকা শটে গোলের চেষ্টা করেন এনের ভালেন্সিয়া। একটু এগিয়ে থাকা আলিসন দ্রুত ফেরেন জায়গা মতো। ইকুয়েডর ফরোয়ার্ডের শট একটুর জন্য ছিল না লক্ষ্যে।
৩৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভেরতনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। সুফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৫২ মিনিটে সমতা ফেরায় ইকুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে। বাকিটা অনায়াসে সারেন তিনি (১-১)।
৮০ মিনিটে মেনার ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। শেষ দিকেও এসেছিল সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
বি গ্রুপের খেলা শেষ। বাকি আছে এ গ্রুপের দুটি ম্যাচ। যা নিষ্পত্তি হবে আজ। ২ ও ৩ জুলাই হবে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ। ৫ ও ৬ জুলাই দুটি সেমিফাইনাল। ১০ জুলাই রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে কোপার ফাইনাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা