২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোয়ার্টার ফাইনালের পথে লিভারপুল

কোয়ার্টার ফাইনালের পথে লিভারপুল - ছবি : সংগৃহীত

দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে লিভারপুল। মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির ক্লাব লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে অল রেড শিবির।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় লিভারপুলের হয়ে একটি করে গোল করেন আক্রমণভাগের দুই তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানে।

ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত লাইপজিগের রেড বুল অ্যারেনায়। কিন্তু নতুন করে করোনাভাইরাস জোরালো আঘাত হানায় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে জার্মানি নিষেধাজ্ঞা জারি করায় ম্যাচটি হাঙ্গেরিতে সরিয়ে নেওয়া হয়।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ঘরের মাঠে এই অর্ধে বেশকটি গোলের সুযোগ তৈরি করেছিল লাইপজিগ। কিন্তু তাতে পূর্ণতা পায়নি। লিভারপুলও পায়নি জালের দেখা। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ক্লপ শিবির।

৫৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংলিশ ক্লাবটি। লাইপজিগের মিডফিল্ডার মার্সেল সাবিতজারের ব্যাকপাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ (১-০)।

৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ লিভারপুলের। ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন সাদিও মানে (২-০)। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লাইপজিগ। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

আগামী ১১ মার্চ এনফিল্ডে ফিরতি লেগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে লাইজিগ। কোয়ার্টারে যেতে লাইপজিগকে জিততে হবে ৩-০ ব্যবধানে। অন্যদিকে নির্ভার লিভারপুল। ড্র করলেও কোয়ার্টারে যাবে দলটি।


আরো সংবাদ



premium cement