২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হেসে খেলে জিতল জুভেন্টাস, রোনালদোর আফসোস

হেসে খেলে জিতল জুভেন্টাস, রোনালদোর আফসোস - ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে সহজ জয় পেয়েছে জুভেন্টাস। জি গ্রুপে ৪-১ গোলে ফেরেন্সভারোসকে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অথচ ঘরের মাঠে অনেক গোলের সুযোগ হেলায় হারিয়েছে ফেরেন্সভারোস। কপাল চাপড়াতে পারে তার জন্য ভক্তরা।

সাত মিনেটে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। হুয়ানের পাস ছেড়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিনিশিং করেন মোরাতা। ৩৫ মিনিটে গোল পেতে পারতেন রোনালদো। গোলরক্ষককে একা পেয়েও শট না নিয়ে ডি-বক্সে বাঁ দিকে রোনালদোর উদ্দেশে পাস দেন মোরাতা। এক ডিফেন্ডারের স্লাইডে ঠেকানোর চেষ্টা করলেও তার পায়ে লেগে বল পেয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড, কিন্তু অবিশ্বাস্যভাবে তালগোল পাকান তিনি।

৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতাই। প্রতিপক্ষের হাস্যকর ভুলের সুযোগে ৭২ মিনিটে ব্যবধান আরও বাড়ান খানিক আগেই মোরাতার বদলি নামা দিবালা। সতীর্থের ব্যাকপাস পা দিয়ে নিয়ন্ত্রণে নিতে গিয়ে পারেননি গোলরক্ষক, আলগা বল ছুটে গিয়ে টোকায় জালে ঠেলে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড (৩-০)।
৮২ মিনিটে স্বাগতিকদের আত্মঘাতি গোল। দায়টা গোলরক্ষক দেনেস দিবুসের। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে গিয়ে পাশে থাকা দিবালার গায়ে মেরে বসেন ফেরেন্সভারোসের হাঙ্গেরিয়ান গোলরক্ষক। দিবালার ঠাণ্ডা মাথায় নেওয়া শটে বল দিবুসের পায়ে লেগে ক্রসবার ছুঁয়ে ফিরে আসছিল। তা ঠেকাতে গিয়ে উল্টো জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার লাশা।

শেষ মুহূর্তে একটি গোলের দেখা পায় ফেরেন্সভারোস। গোলটি করেন ফ্রাঙ্ক বলি (৪-১)। গোল উৎসবের ম্যাচে আফসোসে পুড়ছেন রোনালদো, অন্তত একটি গোল থাকতে পারত তার নামের পাশে।
গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারানো বার্সেলোনা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। ডায়নামো ও ফেরেন্সভারোসের পয়েন্ট সমান ১ করে।


আরো সংবাদ



premium cement