২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

কিন ঝলকের রাতে নেইমারের চোট, পিএসজির প্রথম জয়

কিন ঝলকের রাতে নেইমারের চোট, পিএসজির প্রথম জয় - ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্স আপ। অথচ সেই পিএসজির এবারের শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে। তবে বুধবার রাতে ময়েজ কিনের ঝলকে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে ফ্রান্সের ক্লাবটি।

‘এইচ’ গ্রুপের ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। জয়ের ম্যাচে অস্বস্তি আছে তাদের, চোট পেয়ে মাঠ ছাড়েন দলের প্রাণভোমরা নেইমার।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। ২৬ মিনিটে ধাক্কা খায় পিএসজি। পায়ে অস্বস্তি অনুভব করলেও ব্যান্ডেজ লাগিয়ে খেলা চালিয়ে যাওয়া নেইমার মাঠ ছাড়ার ইঙ্গিত দেন নিজেই। বদলি হিসেবে নামেন পাবলো সারাবিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপের ছোট পাস পেয়ে ছোট ডি-বক্সের একটু উপর থেকে উড়িয়ে মেরে ভালো একটি সুযোগ নষ্ট করেন সারাবিয়া। ৬৪ মিনিটে গোলের অপেক্ষা ফুরায় পিএসজির। এমবাপের কর্নারে কিনের নিখুঁত হেড, বল জালে (১-০)।

৭৯ মিনিটে পিএসজির স্কোর দ্বিগুণ করেন কিনই। ডান দিক থেকে সতীর্থের ক্রস এমবাপের পা হয়ে পেয়ে যান কিন। শরীরটাকে ঘুরিয়ে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড (২-০)।

দুই ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট পিএসজির। বাসাকসেহির পয়েন্টের খাতা খুলতে পারেনি এখনও।

 


আরো সংবাদ



premium cement