২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লিভারপুলের হোঁচট, জয়ে ফিরল ম্যানসিটি

লিভারপুলের হোঁচট, জয়ে ফিরল ম্যানসিটি - ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার দু'বার এগিয়ে গিয়েও হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। ২-২ গোলে সালাহরা ড্র করেছে এভারটনের সঙ্গে। মজার বিষয়, গত মৌসুমে এভারটনের এই মাঠেই গোলশূন্য ড্র করেছিল ক্লপের শিষ্যরা।

লিভারপুল পয়েন্ট খোয়ালেও জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে গার্দিওলা শিবির।
ম্যাচের তিন মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল। ১৯ মিনিটেই সমতা টানেন এভারটনের মাইকেল কিন (১-১)। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে সালাহর গোলে আবার লিড নেয় চ্যাম্পিয়নরা। কিন্তু ৮১ মিনিটে এভারটনের হয়ে সমতা আনেন ক্যালভার্ট-লুইন (২-২)।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিভারপুলের থিয়াগো আলকান্তারাকে ফাউল করে লাল কার্ড দেখেন এভারটনের রিশার্লিসন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে এভারটন। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে লিভারপুল।

অন্যদিকে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানসিটি। একমাত্র গোলটি করেন রাহিম স্টার্লিং। ২৩ মিনিটে সার্জিও আগুয়েরোর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে ফিল ফোডেনের নেওয়া শট ফেরান গোলরক্ষক। ফিরতি বল ফাঁকা জালে পাঠান স্টার্লিং (১-০)।
৪০ মিনিটে সমতায় ফিরতে পারত আর্সেনাল। খুব কাছ থেকে বুকায়ো সাকার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক এদেরসন। ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনাল বিরতির পর আক্রমণে ধার বাড়ায়। কিন্তু সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।
চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল