২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক গোলেই দুই রেকর্ডের মালিক হলেন লুকাকু

এক গোলেই দুই রেকর্ডের মালিক হলেন লুকাকু - ছবি : সংগৃহীত

গেল মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইন্টারে যোগ দিয়ে নিজের কারিশমা অব্যাহত রেখেছেন তিনি। সদ্য শেষ হওয়া সিরি’আ লিগে ৩৬ ম্যাচে ২৩ গোল করেন।

লিগ শেষে ইউরোপাতেও ফর্ম অব্যাহত রেখেছেন লুকাকু। গত রাতে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-১ ব্যাবধানের জয়ে এক গোল ছিলো তার। এই এক গোলেই রেকর্ড বইয়ে দুই জায়গায় নাম লেখান লুকাকু।

ইউরোপা লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা নয় ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লুকাকু। এর আগে ২০০৫ সালে নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেন শিয়েরা টানা ৮ ম্যাচে গোল করেছিলেন। শিয়েরার সেই রেকর্ড ভেঙ্গে নয়া ইতিহাসের জন্ম দেন লুকাকু।

এছাড়া চলতি আসরে ইন্টার মিলানের হয়ে টানা ছয় ম্যাচে গোল করেছেন লুকাকু। ইন্টারের হয়ে টানা ছয় ম্যাচে গোল করতে পারেননি কোন ফুটবলার।

চলতি মৌসুমে ইন্টারের জার্সি গায়ে ৪৯ ম্যাচে ৩১ গোল করেছেন লুকাকু। ২০০৯-১০ মৌসুমে স্যামুয়েল ইতোর পর ইন্টারের হয়ে এক মৌসুমে ৩০এর বেশি গোল করার নজির গড়লেন লুকাকু। ইন্টারের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৩৭ গোল করেছিলেন ইতো। সেটি ভাঙ্গতে আরো ৭টি গোল করতে হবে ২৭ বছর বয়সী লুকাকুকে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement