২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল - ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে তারা আমিরাত সফর করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আমিরাতে পৌঁছায় তারা।

এর আগে সোমবার রাতে ঢাকা ছাড়ে নারী ফুটবল দল। এ সফরে আমিরাতের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে তারা। আগামীকাল প্রথম ম্যাচ এবং দ্বিতীয়টি ২ মার্চ অনুষ্ঠিত হবে।

বর্তমানে ফিফার টেবিলে বাংলাদেশের অবস্থান ১৩২ আর সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১১৬। বাংলাদেশ দল র‍্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকলেও কোচ বাটলার দারুণ আত্মবিশ্বাসী।

সফরের আগে এক সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমাদেরকে ধৈর্য ধরে খেলতে হবে। দলে অনেকে নতুন আছে। আশা করি, আমরা ভালো করবো।’


আরো সংবাদ



premium cement