২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

আবাহনী ও বসুন্ধরা কিংসের জয়

- ছবি : নয়া দিগন্ত

এবার কি তাহলে ঢাকা আবাহনীকেও হারিয়ে দেবে ইংয়ম্যান্স ক্লাব ফকিরেরপুল। গতকাল কুমিল্লার ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে ১৪ মিনিটে যখন আবাহনীর জালে বল পাঠালো ইয়ংম্যান্স তখন এই শঙ্কা উঁকি দিতে শুরু করে।

কারণ বসুন্ধরা গ্রুপ বিপিএল ফুটবলের প্রথম পর্বে সেরা অঘটন ঘটিয়েছিল এই ইয়ংম্যান্স। তাদের কাছে হার মোহামেডানের। কাল দেশী ফুটবলার নির্ভর আকাশি নীল শিবিরকে অবশ্য হারাতে পারেনি প্রিমিয়ারে নবাগত দলটি। উল্টা যেন মৌচাকে ঠিল মারার মতোই পরিণতি বরন করতে হয়েছে মতিঝিল ক্লাব পাড়ার দলটিকে।

পিছিয়ে পড়া আবাহনী ৩৯ মিনিটে সমতা আনার পর দ্বিতীয়ার্ধে আরো ৫ বার বল পাঠায় প্রতিপক্ষের জালে। এতে ৬-১ গোলের বিশাল জয়ে লিগের ফিরতি পর্ব শুরু করলো মারুফুল হকের দল। কাল অন্য ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের ২-০ তে জয় পয়েন্ট তালিকার সবার শেষে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। জয়ের ফলে অবস্থানের পরিবর্তন হয়নি শিরোপা প্রত্যাশী দুই দলের। ১০ খেলায় ২৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে আবাহনী। বসুন্ধরা কিংস ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মোহামেডান ২৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষস্থানে।

১৪ মিনিটে শান্ত টুডুর পাস থেকে ইয়ংম্যান্সকে এগিয়ে নেন সাঈদ হোসেন সায়েম। এরপর ঘুরে দাঁড়ায় আবাহনী। লক্ষণীয় বিষয় আবাহনীর যে ফুটবলার গোল করেছে সেই আবার অন্য গোলের যোগানদাতা। ৩৯ মিনিটে এনামুল গাজীর পাসে সমতা আনা আবাহনীর অধিনায়ক মোহাম্মদ হৃদয়। এরপর এই হৃদয়ের পাস থেকেই ৫৪ মিনিটে আবাহনীর লিড এনামুল ইসলাম গাজীর গোলে। ৬১ মিনিটে ফের গোল এই ফরোয়ার্ডের। এবার জোগান দাতা ইব্রাহিম। ৭৪ মিনিটে এই ইব্রাহিম গোলের দেখা পেলেন মিরাজুল ইসলাম মিরাজের পাসে। ৮৪ মিনিটে আবারও অ্যাসিস্ট মিরাজের। এবার গোল পেলেন জাফর ইকবাল। দুই অ্যাসিস্টের পর নিজেও গোল পেলেন মিরাজ। ৯২ মিনিটে জাফরের পাস থেকে তার গোল।

ময়মনসিংহ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২০ মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন ফয়সাল আহমেদ ফাহিম। উৎস সোহেল রানার পাস। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ। এবার পেনাল্টিতে গোল ব্রাজিলের মিগুয়েল ফিগেইরোর। বক্সে শাহেদ খান ইভানের হাতে বল লাগে। এতে রেফারির দেয়া পেনাল্টি থেকে গোল করেন দীর্ঘদেহী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আজ থেকে আবার বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লম্বা বিরতির পর ১১ এপ্রিল শুরু হবে লিগের ১১ তম রাউন্ড।


আরো সংবাদ



premium cement