উদীয়মান মিশরীয় তারকার হ্যাটট্রিকে সিটির জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১২
উদীয়মান মিশরীয় তারকা ওমর মারমুশের দুর্দান্ত হ্যাটট্রিকে জয় পেয়েছে ট্রেবল জয়ী ম্যানসিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তার গোলে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।
দলবদলের মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মিশরীয় ফরোয়ার্ড ওমর। এর আগে ইত্তিহাদের ঠিকানায় প্রথম দু’ম্যাচে গোলের দেখা পাননি তিনি। নিজের তৃতীয় ম্যাচে ম্যাজিক দেখিয়ে মাত্র ১৪ মিনিটের মাথায় ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করেছেন এই উদীয়মান তারকা।
সিটির শেষ ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে ৩-২ গোলে। সেই হারে মাঠের রেসে টিকে থাকা কঠিন হয়ে উঠেছিল। কিন্তু হতাশা কাটিয়ে শেষ খেলার লড়াইয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ম্যানসিটি।
ইত্তিহাদ স্টেডিয়ামে ক্যাসলের বিপক্ষে আপন আলোয় জ্বলে উঠেছেন মারমুশ। হ্যাট্রিক করতে সময় লেগেছে মাত্র ১৪ মিনিট। ১৯, ২৪ ও ৩৩ মিনিটে হ্যাট্রিক করে নতুন খাতায় নাম লেখান তিনি। পরে শেষ গোলে সিটির ষোলকলা পূর্ণ করেন জেমস ম্যাকাটি।
খেলা শুরুর পর সিটির গোলরক্ষক এডারসনের অ্যাসিস্টে গোল করেন মারমুশ। এই অ্যাসিস্টের মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টকারী গোলরক্ষকের কীর্তি গড়েন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। তিনি ৬টি অ্যাসিস্টের মধ্যে চলতি মৌসুমেই করেছেন ৩টি।
এর পর পাঁচ মিনিট পরই ইলকাই গুনদোয়ানের পাস থেকে মারমুশ দ্বিতীয় গোলের দেখা পান। কিছুক্ষণ পর স্যাভিনিওরের দুর্দান্ত পাস থেকে ৩৩ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বছর বয়সী তারকা মারমুশ। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় গার্দিওলার সিটি।
শেষ ম্যাচের বড় জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুল এক ম্যাচ কম খেলে তুলে নিয়েছে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট। সিটির কাছে হার দিয়ে ৪১ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে নেমেছে নিউক্যাসল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা