জোড়া গোলে জয় তুলে নিল আর্সেনাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩
লেস্টার সিটির জালে জোড়া গোলে জয় তুলে নিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে আরো একটি দুর্দান্ত জয় পেল তারা।
শনিবার কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। মিকেল মেরিনো জোড়া গোল করে আর্সেনালকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। খেলার ৬ মিনিটের মাথায় মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই ভালোই খেলছিল লেস্টার। আর্সেনালের গতি রোধ করে দারুণ সুযোগও তৈরি করেছিল তারা। বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোল শূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ বাড়ায় আর্সেনাল। লেস্টার সিটির জালে বল নিয়ে আগাতে পারছে না তারা। রক্ষণভাগ ভেঙে বল জালে পাঠাতে ভালোই বেগ পেতে হয় আর্সেনালের। কিন্তু শেষের দিকে ৭৫ মিনটের মাথায় রাহিম স্টার্লিংয়ের বদলি মাঠে নামে মেরিনো। বদলি নেমে বেশিক্ষণ অপেক্ষা করেনি ৮১ ও ৮৭ মিনিটে জোড়া গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
লেস্টার মাঠে জয়ে আর্সেনাল এখন ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দু’নম্বরে। এরচেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। শিরোপার রেসে টিকে থাকতে কাল উলভসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা