১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

নতুন সালাহ ওমর মারমোউশ

ওমর মারমোউশ - ছবি : নয়া দিগন্ত

সোজা কথা বিশ্ববাসীর কাছে মিসরের ফুটবলকে ব্যাপকভাবে চিনিয়েছেন একজনই। তিনি মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে ২৭৪ ম্যাচে ১৭৭ গোল। আর নিজ দেশ মিসরের হয়ে ১০৩ ম্যাচে ৫৯ গোল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল সালাহর পর কে হাল ধরবেন উত্তর আফ্রিকান এই দেশটির। সালাহ এখন ৩২ বছর পার করছেন।

সেই উত্তরটা নিজেই দিয়েছেন ওমর মারমোউশ। এই উঠতি মিসরিয় এখন ম্যানচেস্টার সিটির দুর্দিনে আলোকবর্তিকা।
গতকাল ইংলিশ ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন। এতে পেপ গার্দিওলার দল প্রথমার্ধেই ৩-০তে এগিয়ে যায় নিউ ক্যাসেলের বিপক্ষে। ৯০ মিনিট শেষে স্কোর লাইন ৪-০। অপর গোল করেন ম্যাক অ্যাতে। ৭৬ মিনিটে মারমোউশকে তুলে নেন কোচ গার্দিওলা।

গত জুনেই মারমোউশ জার্মান ক্লাব এনট্রানচ ফ্রাঙ্কফুট থেকে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। আগের ম্যাচে বদলি হিসেবে নামা। কাল অবশ্য প্রথম থেকেই একাদশে। আর এতেই নিজের জাত চিনিয়েছেন এই স্ট্রাইকার।

২০১৬-১৭ সালে মিসরের ক্লাব ওয়াদি দেঘলা ক্লাবের হয়ে দেশটির শীর্ষ লেভেলের ফুটবলে অভিষেক। সে বছর তার মাত্র দুই গোল পাওয়া ১৬ ম্যাচে। অবশ্য এর পরই দিন পাল্টে যায় মারমোউশের।

আফ্রিকা থেকে উড়াল দেন ইউরোপের দেশ জার্মানিতে। নাম লেখান জার্মান বুন্দেসলিগার ক্লাব ভিএফএল উলভসবার্গে। প্রথম সিজনে ৩৬ ম্যাচে তার গোল ৬টি। পরের মৌসুমে ৪১ ম্যাচে গোলের দেখা পান মাত্র ৫ বার। তাই এই ক্লাবে আর জায়গা হয়নি তার। লোনে চলে যান এফসি সেন্ট পাউলিতে। সেখানে ৭ গোলের দেখা পেয়েছেন ২১ ম্যাচ মাঠে থেকে। পরের বছর আবার ক্লাব বদল। এবার নতুন ঠিকানা ভিএফবি স্টুার্টগার্ট। এই ক্লাবেও তেমন সফল ছিলেন না কানাডা ও মিসরের যৌথ নাগরিকত্ব পাওয়া এই ফুটবলার। ২১ ম্যাচে মাত্র তিনবার জালের সন্ধান পাওয়া।

তবে ওমর মারমাউশের যে প্রতিভা আছে তা বুঝতে পারে এনট্রানচ ফ্রাঙ্কফুটের কর্মকর্তারা। তাই তারা দলে নেয় মারমোউশকে। নতুন এই ক্লাবই পাল্টে দেয় তার ফুটবল ক্যারিয়ার।

২০২৩ থেকে চলতি জুন পর্যন্ত ৪৬ ম্যাচে ২৭ গোল তার। তাই তাকে নিতে আর সময় নেয়নি ম্যানচেস্টার সিটি। এর প্রতিদান দিলেন ইংলিশ ক্লাবটির হয়ে দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক করে।

মিসর জাতীয় দলেও গোল আছে ওয়াদি দেঘলার অ্যাকাডেমিতে বড় হওয়া ফুটবলারটির। ৩৫ ম্যাচে ৬ গোল। ২০২১ সালে লিবিয়ার বিপক্ষে ১-০ গোলের ম্যাচে জয়ের নায়ক তিনি। এছাড়া মালাওই, ঘানা এবং লাইবেরিয়ার বিপক্ষে গোল আছে তার।


আরো সংবাদ



premium cement
শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস খালেদা জিয়ার নাইকো মামলার রায় আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

সকল