মেসির গোল নেই, পার পেল মায়ামি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২
শেষ মেসটা ভালো হয়নি মেসি-সুয়ারেজদের। মায়ামির সাথে মাঠে টিকে থাকার লড়াইয়ে সমান তালে এগিয়েছে অরল্যান্ডো সিটি। গোলের দেখা পাননি মেসি, সুয়ারেজরা। ফলে টানা চার জয়ের পর হোঁচট খেয়ে পার পেল ইন্টার মায়ামি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে অরল্যান্ডো সিটির মুখোমুখি হয় মেসির মায়ামি। মূল খেলা শুরুর আগে এটিই ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। অরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ক্লাবটি।
ফ্লোরিডার রেমন জেমস স্টেডিয়ামে পুরো খেলায় মেসিদের হয়ে গোল দু’টি করেছেন ফাফা পিকোল্ট এবং তাদেও অ্যালেন্ডে। ম্যাচের শেষ দিকে এসে পিকোল্ট দলকে পার করে দিলেন। এর মধ্য দিয়ে অপরাজিত থেকে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করলো মেসিরা।
এর আগের চার খেলায় জিতেছে মায়ামি। অরল্যান্ডোর বিপক্ষে খুব ভালো এগোতে পারেনি তারা। ম্যাচের ১৫ মিনিটে অরল্যান্ডো সিটিকে লিড এনে দেন মার্টিন ওজেডা। পরে ম্যাচের ২২ মিনিটে মায়ামিকে সমতায় আনেন অ্যালেন্দে।
প্রথমার্ধে মার্টিন ওদেজার গোলে এগিয়ে যাওয়া অরল্যান্ডো ৫৪ মিনিটে ব্যবধান বাড়ায়। রামিরো এনরিকের গোলে ব্যবধান আরো বাড়ান। কিন্তু ওই গোলের শোধ নিতে ম্যাচের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় মায়ামিকে।
দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের দিকে মেসিকে তুলে নেয়। পরে বদলি নেমে পিকোল্টের গোলে পার পেয়ে যায় ইন্টার মায়ামি। অবশেষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।
আগামী মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মায়ামির মেসিরা মাঠে নামবে ক্লাবটির হয়ে। মূল প্রতিযোগিতায় মৌসুমের প্রথম ম্যাচ খেলবে স্পোর্টিং কেসির সাথে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা